1. junayed@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  2. boe01@bijoy.tv : বিজয় টিভি নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  3. rafi@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  4. rubel@bijoy.tv : support_admin :
নতুন করে মুক্তির পর রেকর্ড করলো ‘সানাম তেরি কসম’ - বিজয় টিভি
ঢাকা বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ১২:১৮ পূর্বাহ্ন

নতুন করে মুক্তির পর রেকর্ড করলো ‘সানাম তেরি কসম’

বিজয় টিভি নিউজ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৭০ বার পড়া হয়েছে
নতুন করে মুক্তির পর রেকর্ড করলো ‘সানাম তেরি কসম’

বলিউডের একাধিক বক্স অফিস হিট হিসেমা মুক্তির কয়েক বছর পর নতুন করে মুক্তি পেয়েছে। এ তালিকায় রয়েছে, ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ কিংবা ‘কুচ কুচ হোতা হ্যায়’- এর মত সিনেমা। বক্স অফিসে হিটের ধারাবাহিকতায় ভিন্ন ‘সানাম তেরি কসম’ সিনেমাটি। এই সিনেমাটি বক্স অফিসে সেভাবে সাড়া না ফেলতে পারলেও দর্শকের ভালোবাসা পেয়েছিল। আর সে কারণে ভালোবাসা দিবস সামনে রেখে গত ৭ ফেব্রুয়ারি নতুন করে মুক্তি পেয়েছে এই সিনেমাটি।

পিঙ্ক ভিলার প্রতিবেদন থেকে জানা যায়, ২০১৬ সালে মুক্তি পেয়েছিল ‘সানাম তেরি কসম’ সিনেমাটি। বিনয় সাপ্রু ও রাধিকা রাও পরিচালিত এই চলচ্চিত্রে অভিনয় করেছিলেন হর্ষবর্ধন রানে ও মাওরা হোসেন। মুক্তির পর সিনেমাটি সেভাবে সাড়া না ফেললেও সময়ের সঙ্গে সঙ্গে সিনেমাটি দর্শকের কাছে আলাদা এক ভালোবাসার জায়গা তৈরি করে। সেই জনপ্রিয়তার ভিত্তিতে এবার সিনেমাটি পুনরায় মুক্তি পেয়েছে এবং বক্স অফিসে নতুন রেকর্ড গড়তে শুরু করেছে।

ইন্ডিয়ান এক্সপ্রেসের তথ্য অনুযায়ী, সিনেমার দ্বিতীয় মুক্তির পর প্রথম দুদিনে আয় করেছে প্রায় ৯.৫ কোটি রুপি, যা প্রথম মুক্তির তুলনায় অনেক বেশি। ২০১৬ সালে এটি প্রথম দিনে মাত্র ১ কোটি রুপির মতো আয় করেছিল। কিন্তু এবারের মুক্তির পর প্রথম দিনেই এটি সংগ্রহ করেছে ৪.২৫ কোটি রুপি এবং দ্বিতীয় দিনে আয় বেড়ে দাঁড়িয়েছে ৫ কোটি রুপির বেশি। অথচ প্রথমবার মুক্তির সময় সিনেমাটির মোট আয় ছিল ৮ কোটি রুপি।

বলিউডের চলচ্চিত্র সমালোচকদেত মতে, প্রথমবার মুক্তির সময় এটি তেমন জনপ্রিয়তা না পেলেও ওটিটি প্ল্যাটফর্ম এবং টেলিভিশনে প্রচারের পর সিনেমাটির প্রতি দর্শকদের আগ্রহ বেড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও সিনেমার গান ও কিছু দৃশ্য নিয়ে প্রচুর আলোচনা হয়েছে, যা এর নতুন সাফল্যের পেছনে বড় ভূমিকা রেখেছে।

এই প্রসঙ্গে অভিনেতা হর্ষবর্ধন রানে সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, আমি বিশ্বাস করি, সিনেমাটি এবার আরও ভালো করবে। অনেক দর্শক আমাকে বলেছিলেন, এটি আবার মুক্তি দেয়া উচিত। তাদের সেই বিশ্বাসকেই সম্মান জানিয়ে আমরা এটি আবার নিয়ে এসেছি। নয় বছর পেরিয়ে গেলেও দর্শক প্রতি বছর আমাকে মনে করিয়ে দিতেন। তারা যদি বিশ্বাস রাখতে পারেন, আমি কেন পারব না।

বলিউডে এর আগেও এমন ঘটনা ঘটেছে। বিশেষ করে ‘তুম্বাড়’ সিনেমা প্রথমবারে তেমন জনপ্রিয়তা না পেলেও পরবর্তী সময়ে তা দর্শকের হৃদয়ে জায়গা করে নেয়। এছাড়া ‘লায়লা-মজনু’ সিনেমাও নতুন করে মুক্তি দিয়ে সফলতা পেয়েছিল। এবার সেই তালিকায় যুক্ত হলো ‘সানাম তেরি কসম’।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
দাম কমলো এলপি গ্যাসের

দাম কমলো এলপি গ্যাসের

বুধবার, ২ জুলাই, ২০২৫

সাম্প্রতিক পোস্ট

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বসত্ব সংরক্ষিত ২০২৫ বিজয় টিভি || All Rights Reserved.