1. junayed@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  2. boe01@bijoy.tv : বিজয় টিভি নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  3. rafi@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  4. rubel@bijoy.tv : support_admin :
‘রাজকুমার রাওয়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চাই’ - বিজয় টিভি
ঢাকা শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৭:২৩ অপরাহ্ন

‘রাজকুমার রাওয়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চাই’

বিজয় টিভি নিউজ
  • প্রকাশিত: শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ৮৪ বার পড়া হয়েছে
‘রাজকুমার রাওয়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চাই’

কমেডি, ড্রামা থেকে থ্রিলার সব জায়গায় নিজেকে ভেঙেচুরে গড়ে তুলেছেন অভিনেতা গগন অরোরা। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। এই মুহূর্তে দু’টি ভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে গগন দুইটি কাজ স্ট্রিম করছে। এক দিকে ‘খওফ’, অন্য দিকে ‘জুয়েল থিফ’। দুই সিরিজে ভিন্ন রকমের চরিত্রে নজর কেড়েছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে গগন তার ড্রিম প্রজেক্ট নিয়ে কথা বলেছেন। অভিনেতার কথায়, ‘রাজকুমার রাওয়ের সঙ্গে অভিনয় করার ইচ্ছে রয়েছে। এমনিতেই ও দুরন্ত অভিনেতা। অনেকে বলেছেন, আমাকে দেখতে কিছুটা তার মতো। তাই কোনও প্রজেক্টে যদি আমরা দুই ভাইয়ের চরিত্রে অভিনয় করতে পারি, তাহলে দারুণ হবে।’

তিনি বলেন, ‘অ্যাক্টর হওয়ার অ্যাসপিরেশন কখনও সেভাবে ছিল না। আমার পরিচিত একজন জুনিয়র এক সিরিজের অডিশনের জন্য ডাক পাঠায়। আমি তাকে জানাই, অভিনেতা হতে চাই না। তবে তার জোরাজুরিতে অডিশন দিই, আর তারপরেই ‘কলেজ রোম্যান্স’-এ কাজের সুযোগ আসে।’

অভিনেতার ভাষ্য, ‘সাইফ আলি খান, জয়দীপ আহালওয়াতের মতো দু’জন দারুণ অভিনেতার সঙ্গে কাজ করার সুযোগটা দারুণ উপভোগ করেছি। তাদের কাজ অবজার্ভ করা ও প্রয়োজন অনুযায়ী ফ্লোতে রেসপন্স করাটাই ছিল আসল কাজ। তাদের কাজ দেখা, শেখার এমন সুযোগটাই এক অভিজ্ঞতা। কাজ করার পাশাপাশি অভিনয় নিয়ে অনেক আড্ডা মারার সুযোগও হয়েছে, যা সমৃদ্ধ করেছে।’

প্রসঙ্গত, থিয়েটারে অভিনয় দিয়ে ক্যারিয়ার শুরু করেন গগন। অমর কৌশিকের পরিচালনায় শ্রদ্ধা কাপুর, রাজকুমার রাও অভিনীত ‘স্ত্রী’ সিনেমায় অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের ভূমিকা পালন করেছিলেন। শুরুটা ভালো হলেও টাইপকাস্ট হয়ে যাচ্ছিলেন। তাই কিছুটা এক্সপেরিমেন্টের রাস্তায় হাঁটেন গগন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

সাম্প্রতিক পোস্ট

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বসত্ব সংরক্ষিত ২০২৫ বিজয় টিভি || All Rights Reserved.