1. junayed@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  2. boe01@bijoy.tv : বিজয় টিভি নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  3. rafi@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  4. rubel@bijoy.tv : support_admin :
৫০ পেরিয়েও চিরসবুজ অ্যাঞ্জেলিনা, রহস্য কি সার্জারি নাকি প্রাকৃতিক?
ঢাকা শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ১০:৫৯ অপরাহ্ন

৫০ পেরিয়েও চিরসবুজ অ্যাঞ্জেলিনা, রহস্য কি সার্জারি নাকি প্রাকৃতিক?

বিজয় টিভি নিউজ
  • প্রকাশিত: শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ৬৩০ বার পড়া হয়েছে
৫০ পেরিয়েও চিরসবুজ অ্যাঞ্জেলিনা, রহস্য কি সার্জারি নাকি প্রাকৃতিক?

অ্যাঞ্জেলিনা জোলি, হলিউডের আইকনিক অভিনেত্রী। বয়স ৫০-এর সীমা ছুঁয়েছেন। কিন্তু সত্যিই কি তার বয়স ৫০-এর মতো দেখাচ্ছে? ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত যেভাবে নিজের শরীর ও সৌন্দর্য ধরে রেখেছেন, তাতে মনে হচ্ছে বয়স যেন বাড়ছেই না। এখনো যখন তিনি রেড কার্পেটে হাঁটেন, ক্যামেরা তার দিকে ঘোরে এবং ভক্তরা তার নাম চিৎকার করতে শুরু করে। সত্যিকার অর্থে অ্যাঞ্জেলিনা জোলি সেটা ডিজার্ভও করেন।

সৌন্দর্য ছাড়াও, তিনি হলিউডের সবচেয়ে বিখ্যাত এবং প্রতিভাবান অভিনেত্রীদের একজন, যিনি তার অসাধারণ অভিনয় দক্ষতা দিয়ে থিয়েটার এবং বক্সঅফিসে রাজত্ব করে চলেছেন। কিন্তু একজন সেলেব্রিটি হওয়ার অর্থই হচ্ছে ভক্ত কিংবা দর্শকদের কাছ থেকে প্রশ্নের সম্মুখীন হওয়া। অভিনেত্রীকে প্রায়শই তার মুখের সৌন্দর্য সম্পর্কে জিজ্ঞেস করা হয়, কারণ অনেকেই বুঝতে পারেন না এ বয়সেও তিনি কীভাবে নিজের সৌন্দর্য ধরে রেখেছেন। অনেকেই ধরে নিয়েছেন, তিনি প্লাস্টিক সার্জারি করিয়েছেন। কিন্তু অভিনেত্রী বারবার সেই গুঞ্জন কিংবা গুজব অস্বীকার করেছেন।

অ্যাঞ্জেলিনা জোলির সৌন্দর্য কি আসলেই কসমেটিক সার্জারির ফল? সম্প্রতি, ভাইরাল হওয়া একটি ইনস্টাগ্রাম ভিডিওতে ড. জনি বেটেরিজ নামে এক চিকিৎসক, অ্যাঞ্জেলিনা জোলির মুখে যেসব সম্ভাব্য অস্ত্রোপচার করেছিলেন তা প্রকাশ্যে এনেছেন।

এই ডাক্তারের মতে, তিনি ব্লেফারোপ্লাস্টি করেছেন, কিছু বোটক্স এবং রাইনোপ্লাস্টি করেছেন। এর পাশাপাশি, তিনি আরও বিশ্লেষণ করেছেন, অভিনেত্রী চোখের পাতার অস্ত্রোপচার, গালের ফিলার, ঠোঁটের বর্ধন, চিবুক ইমপ্লান্ট এবং মুখ ও ঘাড়ের অস্ত্রোপচার করেছেন।

ড. জনি বেটেরিজ বলেন, এ চিকিৎসাগুলোকে আরও কার্যকর দেখানোর কারণ হলো, এর উপস্থিতি সূক্ষ্ম। এটি প্রায় প্রাকৃতিক দেখায় এবং তার মুখের চরম পরিবর্তন বলে মনে হয় না। মূলত জোলির মুখের গঠনের অনেক আগে এবং পরের অবস্থা বিশ্লেষণপূর্বক ড. জনি এসব মন্তব্য করেছেন। তবে জোলি কখনোই সার্জারির কথা স্বীকার করেননি। তিনি সব সময় বলেছেন, কখনো তার মুখের ওপর কিছু করেননি।

ডেইলি মেইলের সঙ্গে এক সাক্ষাৎকারে জোলি বলেছিলেন, ‘আমি কিছু করিনি এবং আমার মনে হয় না আমি করব। এসব করার কোনো পরিকল্পনাও নেই।’

ব্রিটিশ ভোগের সঙ্গে আরেকটি কথোপকথনে, তিনি শেয়ার করেছিলেন, ‘আমি বয়স বাড়াতে পছন্দ করি। আমি যখন ছোট ছিলাম তখন মনে হতো, কেন আমি তাড়াতাড়ি বড় হচ্ছি না। আসার কাছে মতো হতো, বয়স চল্লিশ হলেই বোধহয় আমি অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করব। আবার চল্লিশ বছরে এসে অপেক্ষা করছিলাম কখন ৫০ হবে। কেমন এমনটা ভাবি, এর কারণ আমি জানি না। হয়তো কারণ আমার মা খুব বেশি দিন বাঁচেননি, তাই বয়স সম্পর্কে এমন কিছু আছে যা আমার কাছে দুঃখের পরিবর্তে জয়ের মতো মনে হয়। আমি আমার বয়স ৫০-এর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’

অ্যাঞ্জেলিনা জোলি এখন ৫০ বছর বয়সি এবং তাকে আগের চেয়েও সুন্দর দেখাচ্ছে। এ সৌন্দর্যের জন্যই কী তবে অভিনেত্রী এ বয়সের জন্য অপেক্ষা করছিলেন। জানতে এবং উপলব্ধি করতে চেয়েছেন, পঞ্চাশে তাকে কেমন দেখাবে? প্রশ্নও করা হয়েছিল তাকে। কিন্তু জোলি উত্তর দেননি। শুধু মুচকি হেসেছেন।

এদিকে কাজের সূত্রে এ অভিনেত্রী বর্তমানে ‘সল্ট-২’ সিনেমা নিয়ে ব্যস্ত রয়েছেন বলে জানা গেছে। ২০১০ সালে মুক্তিপ্রাপ্ত থ্রিলার সিনেমা সল্ট’র সিক্যুয়াল এটি। সিনেমাটিতে জোলি নাম ভূমিকায় অভিনয় করেন। সল্ট একজন কেজিবি স্লিপার এজেন্ট। এর চিত্রনাট্য প্রথমত টম ক্রুজকে কেন্দ্র করে লেখা হলেও পরে নাম ভূমিকায় জোলি অভিনয় করায় পুরো চিত্রনাট্যটি নতুন করে লেখা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
১২ কেজি এলপি গ্যাসের দাম কমলো

১২ কেজি এলপি গ্যাসের দাম কমলো

রবিবার, ৩ আগস্ট, ২০২৫
হজ ও ওমরাহ নিয়ে বিশাল সুখবর!

হজ ও ওমরাহ নিয়ে বিশাল সুখবর!

শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫

সাম্প্রতিক পোস্ট

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বসত্ব সংরক্ষিত ২০২৫ বিজয় টিভি || All Rights Reserved.