অস্ট্রেলীয় অভিনেতা জুলিয়ান ম্যাকমাহন আর নেই। ক্যানসারে আক্রান্ত এই তারকা বুধবার (২ জুলাই) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ক্লিয়ারওয়াটারে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। ‘নিপটাক’ ও ‘চার্মড’–এর মতো জনপ্রিয় সিরিজে অভিনয় করে যিনি বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেছিলেন।
বিবিসি থেকে জানা যায়, ম্যাকমাহনের স্ত্রী কেলি পানিয়াগুয়া এক বিবৃতিতে বলেন, জুলিয়ান এক অসাধারণ মানুষ ছিলেন। তিনি জীবনকে ভালোবাসতেন, পরিবার ও বন্ধুবান্ধবকে ভালোবাসতেন। তার ভক্তদের জন্য ছিল অসীম শ্রদ্ধা ও ভালোবাসা। তিনি চেয়েছিলেন যত বেশি সম্ভব মানুষের মুখে হাসি ফোটাতে।
অভিনয়জীবনের শুরুতে ম্যাকমাহন নজর কাড়েন অতিপ্রাকৃত থ্রিলার সিরিজ ‘চার্মড’-এ অভিনয় করে। তবে বিশ্বব্যাপী জনপ্রিয়তা পান ‘নিপটাক’ নামক মেডিক্যাল ড্রামায় প্লাস্টিক সার্জন ড. ক্রিশ্চিয়ান ট্রয়ের চরিত্রে অভিনয়ের মাধ্যমে। ২০০৩ থেকে ২০১০ সাল পর্যন্ত ছয়টি সিজনে চলা এই সিরিজের জন্য তিনি গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়নও পেয়েছিলেন।
ম্যাকমাহন ২০০৫ ও ২০০৭ সালের ‘ফ্যান্টাস্টিক ফোর’ চলচ্চিত্রে ভিলেন ডক্টর ডুমের চরিত্রে অভিনয় করেছিলেন। এরপর তিনি ‘এফবিআই:মোস্ট ওয়ানটেড’ সিরিজের তিনটি সিজনে অংশ নেন। এই সিরিজের প্রযোজক ডিক উলফ অভিনেতার চলে যাওয়ায় বলেন, এটি একেবারেই অপ্রত্যাশিত এবং অত্যন্ত দুঃখজনক খবর।
সহ-অভিনেতা ডিলান ওয়ালশ তার মৃত্যুতে শোক প্রকাশ করে বলেন, আমিন এই সংবাদে হতবাক। আমরা একসঙ্গে একটি দুর্দান্ত সফর শুরু করেছিলাম। জুলস, জানি তুমি এমন কিছু শুনতে চাইতে যা তোমার মুখে হাসি আনবে—সব রসিকতা এখন মনে পড়ে। ঈশ্বর জানেন, আমরা কত হাসতাম। তুমি শান্তিতে বিশ্রাম নাও, বন্ধু।
প্রয়াত এই অভিনেতা ছিলেন অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী স্যার উইলিয়াম ম্যাকমাহনের পুত্র। অভিনয়ের পাশাপাশি নিজের পারিবারিক ঐতিহ্যের ধারাবাহিকতায় তিনি নেটফ্লিক্সের ‘দ্য রেসিডেন্স’ সিরিজেও একজন অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর চরিত্রে অভিনয় করেছিলেন। ব্যক্তিজীবনে ম্যাকমাহন তিনবার বিয়ে করেন। তার প্রথম স্ত্রী ছিলেন অস্ট্রেলীয় গায়িকা ও অভিনেত্রী ড্যানি মিনোগ, যিনি বিখ্যাত পপ তারকা কাইলি মিনোগের ছোট বোন।