দশ বছর আগে ‘তনু ওয়েডস মনু’ আর তার সিক্যুয়েলে দুর্দান্ত রসায়ন দেখিয়েছিলেন বলিউডের কঙ্গনা রানাওয়াত ও তামিল নায়ক আর মাধবন। সেই সফল জুটিকে ফের দেখা যাবে বড় পর্দায়। আসছে তাদের অভিনীত নতুন ছবি ‘সার্কল’। সিনেমাটি একটি সাইকোলজিকাল থ্রিলার, যা ইতোমধ্যেই বলিউডপ্রেমীদের মধ্যে কৌতূহল জাগিয়েছে।
ভারতীয় গণোমাধ্যমের খবর, ‘সার্কল’ হচ্ছে একটি প্যান-ইন্ডিয়া ছবি, অর্থাৎ এটি একসঙ্গে হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় তৈরি হচ্ছে। প্রায় এক বছর ধরে ছবির শুটিং হয়েছে ভারতের নানা শহরে—উটি, জয়পুর, চেন্নাই ও হায়দরাবাদে। ছবির শেষ অংশের শুটিং হয়েছে হায়দরাবাদের জুবিলি হিলস এলাকার ‘ক্লাব ইলিউশন’-এ।
এই ছবির প্রযোজনা করছে ট্রাইডেন্ট আর্টস। প্রযোজক রবীন্দ্রন জানিয়েছেন, কঙ্গনার দক্ষিণ ভারতে জনপ্রিয়তা বাড়ছে এবং এই ছবির গল্প এমন, যা আগে কেউ দেখেনি। তার কথায়, ‘এটা একদম নতুন ধরনের ছবি, যা দর্শকদের নাড়া দেবে।’
এদিকে অভিনয়ে কঙ্গনা ও মাধবন দু’জনেই অত্যন্ত দক্ষ, তাই দর্শকের প্রত্যাশাও অনেক বেশি। প্রযোজকেরা চাইছেন, ২০২৫ সালের পূজায় সিনেমাটি মুক্তি দিতে। ছবিটি বছরের অন্যতম আলোচিত রিলিজ হতে পারে বলেই মনে করছেন অনেকে।