দীর্ঘদিনের বন্ধু এবং সহকর্মী জয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রসেনজিৎ চ্যাটার্জি। গত ২৫ আগস্ট অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায় প্রয়াত হন। বৃহস্পতিবার তার শ্রাদ্ধানুষ্ঠানে উপস্থিত হয়ে প্রসেনজিৎ পুরনো দিনের স্মৃতিতে ডুব দেন। সেখানে তিনি প্রয়াত অভিনেতাকে শেষ শ্রদ্ধা জানানোর পাশাপাশি তার পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতিও দেন।
প্রসেনজিৎ বলেন, ‘জয় আমার খুব ভালো বন্ধু ছিল, আছে, থাকবে। হয়ত আমাদের রোজ কথা হত না, কিন্তু প্রায় ৪০-৪৫ বছর ধরে আমাদের বন্ধুত্ব। ওর চলে যাওয়াটা নিয়ে আলোচনা করব ভাবতেই পারি না। এখনও মেনে নিতে পারছি না।’
প্রসেনজিৎ জানান, মাত্র তিন মাস আগেই মুম্বাইতে ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’-এর প্রোমোশনের সময় তার সঙ্গে জয়ের অনেক কথা হয়েছিল। তিনি বলেন, ‘আমাদের প্রজন্মের বন্ধুদের দেখা হলে সিনেমা নিয়ে কথা কম হয়, পারিবারিক কথা বেশি হয়।’
জয়ের মা ও স্ত্রীর উদ্দেশে প্রসেনজিৎ বলেন, ‘জয় আমার কাছের বন্ধু ছিল, তাই আমি ওদের জন্য রয়েছি। আমি কলকাতায় আছি, সব সময় ওদের জন্য থাকব।’
জয়ের প্রাক্তন স্ত্রী, অভিনেত্রী ও রাজনীতিবিদ অনন্যা বন্দ্যোপাধ্যায়ও এদিন উপস্থিত ছিলেন। তার কথায়, ‘আজকের দিনে জয়ের ছবিরই একটা গান খুব মনে পড়ছে, ‘কী উপহার সাজিয়ে দেব…।’ জয়কে আমাদের আর কোনও উপহার সাজিয়ে দিতে হবে না। ও আমাদের কাছে ওর জীবনীশক্তির মাধ্যমে উপহার হয়ে থাকল।’
উল্লেখ্য, সুখেন দাস এবং অঞ্জন চৌধুরীর মতো প্রখ্যাত পরিচালকদের বহু ছবিতে কাজ করেছেন জয় বন্দ্যোপাধ্যায়। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘হীরক জয়ন্তী’, ‘মিলন তিথি’, ‘জীবন মরণ’, ‘নাগমতি’ ইত্যাদি। বিশেষ করে ‘চপার’ ছবিতে তার অভিনয় দর্শক মহলে বিশেষভাবে প্রশংসিত হয়েছিল। তিনি অভিনেত্রী অনন্যা বন্দ্যোপাধ্যায়কে বিয়ে করেছিলেন, তবে সেই সম্পর্ক বেশি দিন টেকেনি। পরে অঙ্কিতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।