বসতে যাচ্ছে স্বল্পদৈর্ঘ্য সিনেমা নিয়ে দেশের সবচেয়ে বড় আয়োজন ‘আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসব’। বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের আয়োজনে উৎসব শুরু হবে ৭ ডিসেম্বর, চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত। এটি উৎসবের ১৫তম আসর।
এবারের উৎসব উৎসর্গ করা হয়েছে, প্রয়াত স্বাধীন চলচ্চিত্র ধারার অন্যতম গুণী নির্মাতা সাইদুল আনাম টুটুল ও সূর্য দীঘল বাড়ি খ্যাত অসংখ্য চলচ্চিত্রের চিত্রগ্রাহক আনোয়ার হোসেনের স্মৃতির প্রতি। উৎসবে বাংলাদেশসহ ৪৫ টি দেশের অন্তত ২০০ স্বল্প ও মুক্ত দৈর্ঘ্যরে ছবি উৎসবের বিভিন্ন বিভাগে দেখানো হবে। এ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এবারের উৎসব পরিচালক এন রাশেদ চৌধুরী এবং উৎসব চেয়ারম্যান নাসির উদ্দিন ইউসুফ।
নিউজ ডেস্ক/বিজয় টিভি