বিয়ের পর এই প্রথম প্রিমিয়ার। আজ ‘অসুর’-এর মুক্তি নিয়ে কথা বলতে গিয়ে নুসরাত জাহান বললেন, ‘‘মানুষ ভেবেছিল নুসরাত শুধু রাজনীতি করবে। তা একেবারেই নয়। আমি কামব্যাক করার জন্য চ্যালেঞ্জিং রোল খুঁজছিলাম। পাভেলকে ধন্যবাদ। অসুরে সেই সুযোগ করে দেওয়ার জন্য। এটা আমার কামব্যাক ছবি।’’
আজ, শুক্রবার প্রিমিয়ারে তাঁর প্রচুর অতিথি আসছেন। সে কথা জানিয়ে নুসরত বলেন, ‘‘শ্বশুরবাড়ি, বাপেরবাড়ি দু’তরফে বলতে গিয়ে আমার রাবণের গুষ্টি হয়ে গিয়েছে। লম্বা লিস্ট। তবে মিমিকে খুব মিস করব। ও কলকাতা থাকলে নিশ্চয়ই আসত।’’
‘অসুর’-এর অদিতি চরিত্র নিয়ে যারপরনাই উৎসাহী তিনি। অদিতির মতো চরিত্র যে হতে পারে প্রথমে স্ক্রিপ্ট পড়ে কখনও তাঁর মনে হয়নি। তবে কাজটা করতে গিয়ে অদিতিকে নিজের মধ্যে দিয়ে চিনেছেন নুসরত। শুটিংয়ের আগে রীতিমতো ওয়ার্কশপ করে আবীর আর জিতের বান্ধবীর চরিত্রে মাঠে নেমেছেন তিনি।
অনলাইন নিউজ ডেস্ক/বিজয় টিভি