হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে চলছে নানা আয়োজন। এরমধ্যেই নির্মাতা সালমান হায়দার ঘোষণা করলেন চলচ্চিত্রের খবর। তিনি নির্মাণ করবেন শিশুতোষ চলচ্চিত্র ‘শেখ রাসেলের আর্তনাদ’। ছবিটিতে বঙ্গবন্ধুর চরিত্রে দেখা যাবে আরুক মুন্সীকে।
অনেক ক্ষেত্রে বঙ্গবন্ধুর মতোই দেখতে হওয়ায় বেশ আলোচিত হয়েছিলেন আরুক মুন্সী। চলচ্চিত্রে বঙ্গবন্ধুর পরিবারের সর্বকনিষ্ঠ সদস্য রাসেলের গল্প উঠে আসবে। মূলত, শেখ রাসেলের দৃষ্টি থেকেই গল্পটি বলা হবে বলে জানিয়েছেন নির্মাতা সালমান হায়দার।
সিনেমাটিতে শেখ রাসেল চরিত্রে পর্দায় হাজির হবেন রোহান। বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা হচ্ছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মৌসুমী। শেখ হাসিনা ও শেখ রেহানা চরিত্রে থাকছেন যথাক্রমে অপর্ণা ঘোষ ও আশনা হাবিব ভাবনা। শেখ কামাল ও শেখ জামালের ভূমিকায় থাকছেন ইউসুফ এবং সাব্বির।
নিউজ ডেস্ক/বিজয় টিভি