অন্যান্য সুপারহিরো সিনেমার মতোই ‘ব্লাডশট’ নির্মিত হয়েছে একই নামের বেস্টসেলার কমিক বুক অবলম্বনে।
ডেভিড এসএফ উইলসনের পরিচালনায় এ ছবির মূল নায়ক ভিন ডিজেল। প্রতিশোধের নেশা আর অতিমানবীয় শক্তির গোলকধাঁধায় রয় গ্যারিসন প্রতিনিয়ত যুদ্ধ করে যাচ্ছেন।
এখানে দর্শক আবিস্কার করবেন ভিন্ন এক ভিন ডিজেলকে। রয় গ্যারিসন এবং তার স্ত্রীকে হত্যা করে একদল দুর্বৃত্ত।
হত্যার অল্প সময়ের মধ্যে একদল বিজ্ঞানীর দীর্ঘ চেষ্টায় মেরিন রয় গ্যারিসনকে পুনরায় জীবিত করার চেষ্টা চলে। ন্যানো টেকনোলজির সাহায্যে সে রূপান্তরিত হয় একজন অতিমানব বায়োটেক কিলিং মেশিন ব্লাডশট হিসেবে।
শুরুতে রয় গ্যারিসন তার স্মৃতি স্মরণ করতে ব্যর্থ হন। কিন্তু পরবর্তী সময় স্মরণশক্তি ফিরে আসে এবং সে বুঝতে পারে কে তার স্ত্রীকে হত্যার জন্য দায়ী। তখন তিনি প্রতিশোধের আগুনে জ্বলে ওঠেন। শুরু হয় অন্য এক যুদ্ধ।
৪২ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে নির্মিত ছবিটি বক্সঅফিসে ভালোই সাড়া জাগাবে বলে ধারণা করা হচ্ছে। ১৩ মার্চ ছবিটি আন্তর্জাতিক সব দর্শকের মতো ঢাকার দর্শকরাও ছবিটি দেখতে পাবেন স্টার সিনেপ্লেক্সে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি