আনকাট সেন্সর সার্টিফিকেট পাওয়ার পর ২৭ মার্চ মুক্তি পাওয়ার কথা ছিলো সিনেমা ‘নীল মুকুট’। করোনা ভাইরাস ইস্যুতে মুক্তির তারিখ স্থগিত করলেন নির্মাতা। ১২ মার্চ এই খবর জানান কামার আহমেদ সাইমন।
কবে মুক্তি পেতে পারে ‘নীল মুকুট’? এমন প্রশ্নের উত্তরে প্রযোজক সারা আফরীন জানিয়েছেন, এরমধ্যে করোনা ভাইরাস পরিস্থিতির উন্নতি হলে ৩ এপ্রিল মুক্তি পেতে পারে ‘নীল মুকুট’।
‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৯’-এর জন্য ছবি আহ্বান করা হয়েছে। সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান ও ২০১৯ সালের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান কমিটির জুরি বোর্ডের সদস্য সচিব নিজামুল কবীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ আহ্বান করা হয়েছে। ছবি জমা দেওয়ার শেষ তারিখ ৫ এপ্রিল।
সবমিলিয়ে মোট ২৮টি শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়া হবে। কেবলমাত্র বাংলাদেশি নাগরিকরা এ পুরস্কারের জন্য বিবেচিত হবেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি