একজন বামপন্থী বিপ্লবীর জীবনের গল্প নিয়ে সাজানো হয়েছে ‘রূপসা নদীর বাঁকে’ চলচ্চিত্রটি। তানভীর মোকাম্মেল পরিচালিত ছবিটির শুটিং ও সম্পাদনার কাজ শেষ হয়েছে।
শিগগিরই ছবিটি জমা পড়বে সেন্সর বোর্ডে। মহান স্বাধীনতা দিবসে ছবিটির বিশেষ প্রদর্শনীর পরিকল্পনা করেছেন পরিচালক।
দুই ঘণ্টা দৈর্ঘ্যের ‘রূপসা নদীর বাঁকে’ ছবিটিতে তিরিশ দশকের স্বদেশি আন্দোলন, তেভাগা আন্দোলন, রাজশাহী জেলের খাপড়া ওয়ার্ডে কমিউনিস্টদের হত্যাসহ বিভিন্ন উল্লেখযোগ্য ঘটনাগুলো একজন বিপ্লবীর জীবনের পরিপ্রেক্ষিতে বর্ণিত হবে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি