মুম্বাই থেকে সম্প্রতি দেশে ফিরেছেন চিত্রনায়ক আরিফিন শুভ। তাকে নিয়ে গুঞ্জন ছিল দর্শক মহলে। শুভ মুখ না খুললেও জানা গেছে নির্মাতা শ্যাম বেনেগালের ছবি বঙ্গবন্ধুর বায়োপিকে অভিনয় করতে চূড়ান্ত লুক টেস্ট দিতেই তার মুম্বাই যাত্রা।
তবে দর্শকের নজরটা এবার অন্যদিকে। জিরো সিনেমার পর দীর্ঘ দিন পর্দায় নেই কিং খান। তাই স্ক্রিনে ফিরতে তার এক ভক্ত অনুরোধ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।
সেই পোস্টে শুভ রিপ্লাই দিয়েছেন- মাত্র দুই মাস পর ফিরছেন শাহরুখ। মুম্বাইয়ে উড়ালের আগ দিয়ে ফেব্রুয়ারিতে শুভ সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ছবি আপলোড করে জানিয়েছিলেন, খুব আকর্ষণীয় কিছু আসছে; এমন কিছু যা আপনি বলিউডে কখনও দেখেন নি।
এই মন্তব্যের পর থেকেই গুঞ্জন উঠেছে, তাহলে কী শাহরুখ খানের সঙ্গে কোনো সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন আরিফিন শুভ? এ নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি তিনি।
অনলাইন নিউজ ডেস্ক/বিজয় টিভি