বলিউড বাদশাহ শাহরুখ খান আবার কবে পর্দায় ফিরছেন এ নিয়ে জল্পনার শেষ নেই বলিপাড়ায়। সম্প্রতি শাহরুখের সিনেমায় ফেরার বিষয়টি নিয়ে অনেক সংবাদও এসেছে নানা মাধ্যমে।
এবার জানাগেল নতুন খবর। ফিরছেন শাহরুখ, তবে পর্দায় নয়, প্রযোজনায়।
২০১৮ সালে মজাফফারপুর সেলটার হমের গণ ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে সিনেমা বানাচ্ছেন শাহরুখ। সম্প্রতি মুক্তি প্রাপ্ত কামিয়াব সিনেমাটি মোটামুটি সফল হওয়ার পর এই সিদ্ধান্ত নেন তিনি। ছবিটির অভিনয় শিল্পী এখনও চূড়ান্ত হয়নি।
অনলাইন নিউজ ডেস্ক/বিজয় টিভি