জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। বিষয়টি সামনে রেখে বঙ্গবন্ধুকে নিয়ে গেয়েছেন কুমার বিশ্বজিত। ‘হে বন্ধু বঙ্গবন্ধু’ শিরোনামের এই গানের কথা লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার। সংগীতায়োজন করেছেন মানাম আহমেদ, সুর করেছেন তরুণ গায়ক ও সংগীত পরিচালক কিশোর।
গানটি শুধু একটি গান নয়, এটি তরুণ প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর ভাবনাচিন্তা, দেশপ্রেম, অসাম্প্রদায়িক মনোভাব প্রদর্শনের একটি গল্প বলা। তাই সাতবার গানটিতে কণ্ঠ দিয়ে চূড়ান্ত করেছেন কুমার বিশ্বজিৎ।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সুরে সুরে শ্রদ্ধা জানাতে গেয়েছেন জনপ্রিয় ছয় শিল্পী। এদের মধ্যে আছেন আঁখি আলমগীর, রবি চৌধুরী, তামান্না প্রমি, স্বপ্নিল সজীব, প্রতীক হাসান ও ঝিলিক।
রবিউল ইসলাম জীবনের কথায় এর সুর করেছেন নাভেদ পারভেজ। গানটিতে বঙ্গবন্ধুর ৭ মার্চের কালজয়ী ভাষণ থেকে সোনার বাংলা তৈরি হওয়ার গল্প বলা হয়েছে।
বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে গান বেঁধেছেন প্রজন্মের চার শিল্পী। গানটির শিরোনাম ‘মুজিবগান’। শিল্পীরা হলেন সাব্বির, শান, অবন্তি ও ঝিলিক। গানটির কথা লিখেছেন মৌ মধুবন্তি এবং সুর ও সংগীত করেছেন শান।
অনলাইন নিউজ ডেস্ক/বিজয় টিভি