সম্প্রতি নির্মাতা রবিন খানের নতুন সিনেমা মন দেব মন নেব পেয়েছে সেন্সর ছাড়পত্র।
চিত্রনায়িকা মাহিয়া মাহি ও শিবলি নওমান অভিনীত এই ছবিটির নির্মাতা শনিবার বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতিতে তার ছবিটি ঈদুল ফিতরে মুক্তির জন্য নিবন্ধন করেছেন।
নির্মাতা জানিয়েছেন রোজার ঈদে মুক্তি পাচ্ছে তার মন দেব মন নেব ছবিটি। ছবিটির নাম রোম্যান্টিক হলেও ছবিতে নায়িকা মাহিয়া মাহিকে দেখা যাবে অ্যাকশন লুকে। ছবিটির প্রচারণা শিগগিরই শুরু করা হবে।
অনলাইন নিউজ ডেস্ক/বিজয় টিভি