বর্তমান সময়ে বাংলা গানের ভুবনে জনপ্রিয় নাম অনুপম রায়। জন্ম ১৯৮২ সালে কলকাতায়। ছোট বেলা থেকেই মেধাবী অনুপমের ঝোঁকটা পড়াশোনার প্রতিই বেশি ছিল। তবে নচিকেতা, কবির সুমনদের গান শুনে কথায় ছন্দ বসাতেন কলেজ জীবন থেকেই।
কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনেকেশন ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করেছেন অণুপম। সেখান থেকে ২০০৪ সালে সেরা শিক্ষার্থী হিসেবে অর্জন করেন গোল্ড মেডেল। ক্যারিয়ার শুরু করেন এনালগ সার্কিট ডিজাইন ইঞ্জিনিয়ার হিসেবে ব্যাঙ্গালোরে। তবে ইঞ্জিনিয়ার হিসেবে বেশি দিন কাজ করতে হয়নি তার।
২০০৭ সালে, যখন কলকাতার সিনেমা নিয়ে সবাই নতুন করে ভাবছে, সেই সময় সৃজিত মুখার্জি নির্মাণ করলেন আটগ্রাফ। সেই ছবিতে অনুপমের লেখা গান আমাকে আমার মতো থাকতে দাও গানটি সিনেমার মতোই হিট হয়ে গেল।
তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয়তার তুঙ্গে উঠে গেলেন অনুপম। প্রাক্তন, হেমলক সোসাইটি, ল্যাপটপ, বেডরুম, বাইশে শ্রাবণ, চলো পাল্টাইসহ অসংখ্য সিনেমায় প্লেব্যাকের পাশাপাশি করেছেন সুর ও সঙ্গীত।
প্রাক্তন সিনেমার ‘তুমি যাকে ভালোবাসো’ গানের জন্য শ্রেষ্ঠ গীতিকার হিসেবে লাভ করেছেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ২০১৫ সালে ‘পিকু’ সিনেমার সংগীত পরিচালনার মাধ্যমে পদার্পণ করেন বলিউডে এবং ছবিটির আবহ সংগীতের জন্য পান ‘ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড’।
অনুপম রায়ের ৩৭ তম জন্মদিন। অনুপম রায়ের জন্মদিনে বিজয় টিভির পক্ষ থেকে শুভেচ্ছে।
অনলাইন নিউজ ডেস্ক/বিজয় টিভি