নভেল করোনাভাইরাস বা কোভিড-১৯ এর প্রকোপে হাজারও মৃত্যু সংবাদে দিন দিন ভারী হয়ে উঠছে সংবাদমাধ্যমগুলো। এমনসময় কিটো ভাই নামে পরিচিত মাশরুর ইনান আলোচনায় আসেন ‘হ্যাপি সং’ নিয়ে।
দেশ বিদেশের বিনোদন মাধ্যমগুলো অচল হয়ে পড়েছে। অনলাইনেই মানুষ বেশি সময় পার করছেন। নিজের সুরক্ষায় ঘরবন্দি থেকে করোনা আতঙ্ক ও অবসাদে থাকা অনেকের মুখেই হাসি ফুটে উঠেছে এই গান শুনে।
গানটিতে মজার ছলে দেয়া হয়েছে সামাজিক বার্তা। একইসঙ্গে এই সময়ের সঙ্গে তাল মিলিয়ে রাখা হয়েছে ভালো থাকার পরামর্শ।
নিজের দায়বদ্ধতা থেকে মানুষকে সচেতন ও বিনোদিত করতে ঘরেবন্দি থেকে আনন্দে সময় কাটিয়ে সুদিনের অপেক্ষা করবার বার্তা উঠে এসেছে তার গানে।
বাংলা নববর্ষ পহেলা বৈশাখে আবারও কিটো ভাই নামে পরিচিত মাশরুর ইনান অনলাইনে প্রকাশ করেছেন দ্য বৈশাখী কিটো সং। বরাবরের মতো বরিশালের আঞ্চলিক ভাষাতেই গানটি গেয়েছেন তিনি।
আর সেখানেও ঘুরে ফিরে এসেছে করোনার কথা। গানে গানে বাঙালির বৈশাখ উদযাপনকে ঘরে বসে পালনের আহবান দিয়েছেন নতুন এই গানে।
বরিশালে বেড়ে ওঠা কিটো ভাই ওরফে মাশরুর ইনান অনলাইন প্ল্যাটফর্মে এভাবেই গানে-গানে সামাজিক দায়বদ্ধতা আবার মজার ছলে তার বিভিন্ন সামাজিক বার্তা এরইমধ্যে নজরে এসেছে সবার। ভবিষ্যৎ পরিকল্পনায় এভাবেই এগিয়ে যেতে চান তিনি।
অনলাইন নিউজ ডেস্ক/বিজয় টিভি