ভারতে চলমান লকডাউনে কর্মহীন হয়ে পড়া দিনমজুরদের সাহায্যে নিজের শিল্পকর্ম নিলামে তুললেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা।
অভিনয়ের পাশাপাশি ভালো ছবিও আঁকেন দাবাং গার্ল সোনাক্ষী। নিজের আঁকা ডিজিটাল প্রিন্ট, স্কেচ ও বড় ক্যানভাসে আঁকা চিত্রকর্ম নিলামে তুলছেন তিনি। নিলাম থেকে প্রাপ্ত অর্থ দিয়ে কেনা হবে অসহায়দের জন্য খাবারসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য।
বনি কাপুরের কন্যা আনসুলা কাপুরের তহবিল সংগ্রহের প্ল্যাটফর্ম ফ্যানকাইন্ড-এর সঙ্গে হাত মিলিয়েছেন সোনাক্ষী। লকডাউনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দিনমজুরদের সহায়তা করতে ভক্তদের ‘বিড ফর গুড’ পদক্ষেপে অংশ নিতে উৎসাহিত করছেন সোনাক্ষী।
গত ১৬ মে শনিবার ছিল ভিকি কৌশলের ৩২ তম জন্মদিন। এ উপলক্ষে ভক্তদের শুভাচ্ছায় উপচে পড়েছে তাঁর সোশ্যাল মিডিয়ার দেওয়াল। কিন্তু সবার চোখ ছিল ক্যাটরিনা কাইফের উপর। কারণ চাউর আছে ভিকির সঙ্গে চলছে ক্যাটের প্রেম।
ভিকির জন্মদিনে কোন পোস্ট দেননি ক্যাটরিনা। ভিকির ছবি দিয়ে একটি অ্যানিমেটেড ভিডিয়ো ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন তিনি। ভিকির সুপার হিট ছবি ‘উরি, দ্য সারজিক্যাল স্ট্রাইক’-এর বিখ্যাত সংলাপ ‘হাউ ইজ দ্য জোশ’ শেয়ার করে ক্যাট লিখেছেন, “এই ‘জোশ’ যেন সব সময় ‘হাই’-ই থাকে।”
নিউজ ডেস্ক/বিজয় টিভি