গেল তিন মাস কর্ম প্রাণচঞ্চলতা হারিয়ে ছিল বিএফডিসি চত্বর। করোনাভাইরাসের জেরে বন্ধ ছিল সব কাজ। শেষমেষ ৮ জুন থেকে শুরু হয়েছে শুটিং। আবারও লাইট, ক্যামেরা, অ্যাকশনে দিয়ে বিএফডিসি ফিরছে চিরচেনা রূপে।
এদিকে বিএফডিসিতে ‘বিক্ষোভ’ সিনেমার শুটিং শুরু করেছেন নির্মাতা শামীম আহমেদ রনি। বিষয়টি নিশ্চিত করেছেন প্রযোজক সেলিম খান। ছবিটির কিছু কাজ বাকি ছিল। সব বিধিবিধান মেনে কাজ শুরু করেছেন সংশ্লিষ্টরা।
‘বিক্ষোভ’ ছবিটি রোজার ঈদে মুক্তি দেওয়ার কথা ছিল। কলকাতা থেকে এসেছিলেন ওপার বাংলার নায়িকা শ্রাবন্তি। ঢাকায় এসে এই ছবির শুটিংয়ে অংশ নিয়ে ফের শুটিং শেষে ফিরে যান কলকাতায়।
করোনাভাইরাসের জেরে দুই মাসেরও বেশি সময় দেশে সিনেমার শুটিং বন্ধ থাকার পর চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও পরিবেশক সমিতি বিএফডিসিতে স্বাস্থ্যবিধি মেনে শুটিং শুরু করার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করে।
ছবির প্রযোজক সেলিম খান জানান, এডিটিংয়ের সময় তাদের মনে হয়েছে কিছু শট নতুন করে করলে ভালো হতো। কেন্দ্রীয় কোন চরিত্র নয়, ছোটখাটো কিছু বিষয় নিয়ে কাজ শুরু করেছেন তারা। এর মাধ্যমে কিছু কলাকুশলী দীর্ঘদিন পর পেমেন্টও পাচ্ছেন।
বাংলাদেশে নিরাপদ সড়ক আন্দোলন নিয়ে নির্মাণ হচ্ছে ‘বিক্ষোভ’ সিনেমাটি। এতে কলকাতার অভিনেত্রী শ্রাবন্তী, শান্ত খানসহ আরও অনেকে অভিনয় করেছেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি