২০১১ সালের ৬ মে যুক্তরাষ্ট্রে মার্ভেল কমিকের চরিত্রনির্ভর মার্ভেল স্টুডিও প্রযোজিত একটি চলচ্চিত্র মুক্তি পেল। সেই চলচ্চিত্র বিশ্বকে পরিচয় করাল নতুন সুপারহিরোর সঙ্গে। সেই সুপারহিরোর নাম থর।
এরপর ২০১৩ ও ২০১৭ সালে মুক্তি পায় ‘থর: দ্য ডার্ক ওয়ার্ল্ড ও ‘থর: রাগনারক’। তিনটি ছবিই বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা করেছে। আর তিনটি ছবিতেই অত্যন্ত ক্ষমতাধর হাতুড়ি হাতে থর জীবিত হয়েছেন ক্রিস হেমসওর্থের শরীরে।
থর-এর চতুর্থ কিস্তি ‘থর: লাভ অ্যান্ড থান্ডার। তাইকা ওয়াতিতির পরিচালনায় এ ছবিতে যথারীতি থরের ভূমিকায় থাকছেন ক্রিস হেমসওয়ার্থ। সিনেমাটি নিয়ে ভক্তদের উত্তেজনার শেষ নেই। কিন্তু শোনা যাচ্ছে, মার্ভেলের সাথে এটাই হতে যাচ্ছে ক্রিস হেমসওয়ার্থের শেষ ছবি।
(এই ভিডিওটি দেখতে ক্লিক করুন নিচের ইউটিউব লিংক এ)
এই ছবিতে থর এর অন্যতম সহযোগী জেন ফস্টারের চরিত্রটি আবার ফিরে আসছে। তবে এই পর্বে প্রথমবারের মতো থর হিসেবে আবির্ভূত হবেন একজন নারী। আর সেই নারী আর কেউ নন, অস্কারজয়ী নাটালি পোর্টম্যান, যাঁকে থরের প্রথম দুই ছবিতে দেখা গেছে জেন ফস্টারের চরিত্রে।
নতুন পর্বে দেখা যাবে, প্রকৃত থর ক্রিস হেমসওর্থ তার দৈব ক্ষমতা হারিয়ে ফেলে। এমন পরিস্থিতিতে সেই ক্ষমতা লাভ করে হাতুড়ি হাতে নেবেন নাটালি পোর্টম্যান। থরের ভূমিকায় তিনি এবার তাঁর সঙ্গী হেমসওর্থের পদাঙ্ক অনুসরণ করবেন। এ ছাড়া টেসা থম্পসনও ফিরছেন তাঁর ভালকাইরি চরিত্রে।
অনেকেই ধারণা করছেন ‘অ্যাভেঞ্জারস ৫-এ নতুন অনেক মুখ দেখা যাবে। থাকবেন না পুরানোরা। আর একারণে ভাবা হচ্ছে ‘থর: লাভ অ্যান্ড থান্ডার’ই হতে যাচ্ছে ‘থর’ চরিত্রে ক্রিস হেমসওয়ার্থের শেষ ছবি।
ছবিটি ২০২১ সালে মুক্তি পাবার কথা থাকলেও এখন পিছিয়ে ২০২২ সালে মুক্তি পেতে পারে বলে জানা গেছে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি