২৫ মে যুক্তরাষ্ট্রে পুলিশি হেফাজতে নিহত হন ৪৮ বছর বয়সী কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েড। ফ্লয়েডের মৃত্যুর প্রতিবাদে লকডাউন উপেক্ষা করে দেশটির রাজপথে নেমে আসে মানুষের জোয়ার। এই হত্যার প্রতিবাদে গান বেঁধেছেন সঙ্গীতশিল্পী সায়ান।
গেল ৫ জুন নিজের ইউটিউব চ্যানেলে ‘কালো মানুষ’ নামের এই গানটি প্রকাশ করেছেন সঙ্গীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ান। গানটি গাইবার পাশাপাশি এর কথা ও সুর বেঁধেছেন সঙ্গীতশিল্পী সায়ান নিজেই।
নিজের গান প্রসঙ্গে সায়ানের ভাষ্য, জর্জ ফ্লয়েড হত্যার মতো একেকটি ঘটনা মনে করিয়ে দেয়, মানুষ সভ্য হতে পারেনি। জাতি হিসেবে, নাগরিক হিসেবে, নারী বা পুরুষ হিসেবে নানা বৈষম্য মানুষের ভেতর রয়ে গেছে।
মানুষ হিসেবে নানা রকম গর্ব করার চেয়ে মানুষের উচিত নিজেকে আরও পরিশীলিত করে নেওয়া। এ ভাবনা থেকেই গানটা করেছেন সঙ্গীতশিল্পী সায়ান। অন্যদিকে, সোশ্যাল মিডিয়ায় সায়ানের প্রতি মুগ্ধতা প্রকাশ করে অভিনেত্রী জয়া আহসান লেখেন, ‘বুকের ভেতরটা নাড়িয়ে দেওয়া এই গান বেঁধেছেন সায়ান’।
সঙ্গীতশিল্পী হাবিব ওয়াহিদের গান মানেই নতুন চমক। নতুন গান জুড়ে থাকে নতুন কম্পোজিশন। এবারও তার ব্যতিক্রম হয়নি। করোনা সময়ে সঙ্গীতশিল্পী হাবিব ওয়াহিদ অন্তর্জালে প্রকাশ করেছেন তার নতুন গান।
সবশেষ অন্তর্জালে প্রকাশ পেয়েছিল ‘আমি ভাবি তুমি’ শিরোনামে সঙ্গীতশিল্পী হাবিব ওয়াহিদের গান। তবে গানটির অডিও ভার্সন প্রকাশ পেয়েছিল মাত্র। কিন্তু এবার হাবিব ওয়াহিদের প্রেমের খেলা শিরোনামে নতুন গানের মিউজিক ভিডিও বেরিয়েছে।
গানটির কথা সাজিয়েছেন আলি বাকের জিকো। গানটি গাইবার পাশাপাশি এর সুর ও সঙ্গীত আয়োজন করেছেন হাবিব ওয়াহিদ নিজেই। আর এই গানের মিউজিক ভিডিওটি নির্মাণ করেছে মীর শারিফুল করিম শ্রাবণ।
নিউজ ডেস্ক/বিজয় টিভি