বরিশাল বিভাগের ঝালকাঠি জেলায় ১৯৫০ সালে জন্ম গৌরাঙ্গ চক্রবর্তীর। গৌরাঙ্গ যখন বেশ ছোট তখনই কলকাতায় চলে যায় তার পরিবার। ওরিয়েন্টাল সেমিনারি স্কুলে পড়াশোনা করেন গৌরাঙ্গ। কলকাতার স্কটিশ কলেজ থেকে রসায়ন শাস্ত্রে উচ্চতর ডিগ্রি নেন তিনি। কিন্তু চাকরি হচ্ছিলনা মধ্যবিত্ত পরিবারের এই ছেলেটার।
মঞ্চ নাটক আর সিনেমার প্রতি ছিল তুমুল আকর্ষণ। গৌরাঙ্গ পাড়ি দিলেন পুনাতে ন্যাশনাল টেলিভিশন এন্ড ফিল্ম ইন্সটিটিউটে অভিনয়ের উপর উচ্চতর প্রশিক্ষণের জন্য । সেখান থেকে সাফল্যের সঙ্গে প্রশিক্ষন শেষ করলেন গৌরাঙ্গ চক্রবর্তী।
১৯৭৬ সালে প্রখ্যাত পরিচালক মৃণাল সেন সিনেমা বানালেন ‘মৃগয়া’। ছবিতে প্রধান চরিত্রে অভিনয়ের জন্য তিনি খুঁজছিলেন নতুন একটা ছেলেকে। মৃণাল বাবু সন্ধান পেলেন গৌরাঙ্গের। পরিচালক মৃণাল সেন তার নাম দিলেন মিঠুন চক্রবর্তী। মৃগয়া ছবিতে অভিনয়ের মধ্যদিয়ে শুরু হল ভারতের জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তীর ফিল্মি যাত্রা। প্রথম ছবিতে অভিনয় করেই জিতেনিলেন জাতীয় পুরস্কার।
মৃগয়া -এঁর পর বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী। তবে সাফল্য তখন ধরা দেয়নি। মিঠুন চক্রবর্তী তখন অভিনয় করছেন টালিউডেও। ১৯৮২ সালে বাব্বার সুভাস তৈরি করলেন মিউজিক্যাল ফিল্ম ডিস্ক ডান্সার। প্রধান চরিত্রে অভিনয় করলেন মিঠুন চক্রবর্তী।
ডিস্ক ডান্সার ছবির আই আম অ্যা ডিস্ক ডান্সার গানটি পেলো তুমুল জনপ্রিয়তা। ব্যাস মিঠুন চক্রবর্তী। ৮০ এর দশকে হয়ে গেলেন বলিউডের নাম্বার ওয়ান হিরো।
রোমান্টিক কিংবা কমেডি অ্যাকশান কিংবা প্যারালাল সিনেমা সব খানেই মিঠুন চক্রবর্তী দেখিয়েছিন তার অভিনয়ের যাদু। ৪৪ বছরের অভিনয় জীবনে হিন্দি, বাংলা, তেলেগু, মালায়ালাম ভাষার শতাধিক সিনেমায় অভিনয় করেছেন এই লিভিং লিজেন্ট।
তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ফল্ম ফেয়ার এ্যাওয়ার্ড, ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমি এ্যাওয়ার্ড সহ অর্জন করেছেন অসংখ্য পুরস্কার। অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও রেখেছেন সফলতার স্বাক্ষর।
আজ ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তীর ৭০ তম জন্মদিন। মিঠুন চক্রবর্তীর জন্মদিনে বিজয় টিভির পক্ষ থেকে শুভেচ্ছেয়া।
নিউজ ডেস্ক/বিজয় টিভি