গত ১৪ জুন মৃত্যু হয় বলিউডের তরুণ অভিনেতা সুশান্ত সিং রাজপুতের। সুশান্তের মৃত্যুকে ঘিরে সোরগোল চলছে বলিউডে। তরুণ এই অভিনেতার মৃত্যুকে পুলিশ আত্মহত্যা বললেও প্রতিদিনই এ ঘটনার সঙ্গে যুক্ত হচ্ছে নতুন নতুন সব বিষয়।
সুশান্তের মৃত্যুতে বিহারের মজফফরপুর আলালতে সালমান খান, করন জোহর, সঞ্জয় লীলা বনশালি, একতা কাপুর সহ আরও বেশ কয়েকজন তারকার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন আইনজীবী সুধীর কুমার ওঝা।
এদিকে সুশান্তের মৃত্যুর জন্য বলিউডের স্বজনপ্রীতিকে দায়ি করেছেন খোদ বলিউড তারকারা। বলা যায় বলিউড এখন দুই ভাগে বিভক্ত। নেতিবাচক মন্তব্য এবং ফলোয়ার কমে যাওয়ার কারণে নিজেদের টুইটার ডিঅ্যাক্টিভেটেড করে দিয়েছেন নামকরা তারকারা।
সোশ্যাল মিডিয়ায় সালমান খানের ভক্তদের সঙ্গে সুশান্তের ভক্তদের চলছে তর্ক-বিতর্ক। কিন্তু এ বিষয়ে এতদিন চুপ ছিলেন সালমান। এবার এই ব্যাপারে মুখ খুলেছেন তিনি। টুইটারে নিজের ভক্তদের প্রয়াত তারকার ভক্ত ও পরিবারের পাশে থাকার জন্য অনুরোধ করেছেন সালমান খান।
সালমান বলেছেন, ‘আমার ভক্তদের কাছে অনুরোধ করছি, আপনারা সুশান্তের ভক্তদের পাশে থাকুন। তাদের কটু কথায় কিছু মনে করবেন না, আবেগতাড়িত হয়ে তারা এসব বলছেন। সুশান্তের পরিবার ও ভক্তদের পাশে থাকুন। কারণ প্রিয়জন হারানো অনেক কষ্টের।’
এদিকে সোমবার পুলিশের দেয়া রিপোর্টে বলা হয়েছে, বিগত ছয় মাস ধরে হতাশা জনিত কারনে আত্মহত্যা করেছেন ৩৪ বছর বয়সি সুশান্ত সিং রাজপুত।