আবারো আইনি প্রক্রিয়ায় এলো আসিফ আকবরে নাম। রাজধানীর হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি হয়েছে তার নামে। অভিযোগ মানহানি এবং অসম্মানজনক অসত্য তথ্য প্রদান।
হাতিরঝিল থানায় এই অভিযোগে সাধারণ ডায়রি করেছে আরেক গানের মানুষ গায়িকা দিনাত জাহান মুন্নী। ১ জুলাই থানায় হাজির হয়ে এই অভিযোগ করেন তিনি।
সাধারণ ডায়েরিতে মুন্নী উল্লেখ করেছেন, বর্তমান পরিস্থিতিতে বিনা পারিশ্রমিকে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো প্রকার গান না করার সিদ্ধান্ত নেন দেশের শত সংগীতশিল্পী। উক্ত পোস্টকে কেন্দ্র করে সিনিয়র শিল্পী ও জুনিয়র শিল্পীদের মধ্যে মতপার্থক্য সৃষ্টি হয়।
এমতাবস্থায় সংগীতশিল্পী আসিফ আকবর তাঁর নিজস্ব ফেসবুক পেজ আসিফ আকবর থেকে ১ জুলাই সকাল, বিকেল এবং সন্ধ্যায় সংগীতের গিরগিটি পর্ব-১, পর্ব-২ এবং পর্ব-৩ নামে তিনটি পোস্টে সব ঘটনার জন্য মুন্নীকে উসকানিদাতা হিসেবে অভিযুক্ত করে নানা ধরনের মানহানিকর এবং অপমানজনক অসত্য তথ্য প্রদানপূর্বক তিনটি পোস্ট দেন।
এর প্রেক্ষিতে আসিফ জানিয়েছেন ‘পোস্টের কোথাও দিনাত জাহান মুন্নীর নাম নেই। আসিফ পোস্ট লিখেছেন কুমার বিশ্বজিৎ ও জ্যেষ্ঠ শিল্পীদের অপমান করা হয়েছিল বলে, সিনিয়রদের সম্মান রক্ষার্থে আসিফ ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে।
আসিফ আকবর ও দিনাত জাহান মুন্নীর তিনটি দ্বৈত অ্যালবাম আছে, দুজন প্লেব্যাক করেছেন প্রায় ১৫টি চলচ্চিত্রে। এর মধ্যে কয়েকটি গান জনপ্রিয়তাও পেয়েছে।