গত ১১ জুলাই কভিট-১৯ এর অস্তিত্ব মেলে বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনের শরিরে। পরদিনই অভিষেক বচ্চন, ঐশ্বরিয়া রায় বচ্চন ও তাঁদের কন্যা আরাধ্যর শরিরেও কভিট-১৯ এর উপস্থিতি ধরা পড়ে।
তবে জয়া বচ্চন ও তাঁদের মেয়ে শ্বেতা নন্দা ও তাঁর পরিবারেরে কারো শরিরে করোনার উপস্থিতি ধরা পড়েনি।
বর্তমানে নানাবতি হাসপাতালে আইসলেশনে রয়েছেন বিগ-বি। হাসপাতালের দেওয়া তথ্য অনুযায়ী শারীরিক ভাবে স্থিতিশিল ও আশঙ্কামুক্ত আছেন অমিতাভ বচ্চন। এদিকে বচ্চন পরিবারে করোনা হানা দেয়ায় সিল করে দেয়া হয়েছে অমিতাভের চারটি বাংলো।
খবরটি নিশ্চিত করেছেন মহারাষ্ট্রের সহকারী মিউনিসিপাল কমিশনার বিশ্বাস মোতে। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী অমিতাভের জলসা, প্রতীক্ষা, জনক এবং বৎস বাংলো চারটিই সিল করে দিয়েছে বিএমসি। বাংলো চারটি স্যানিটাইজ করে কন্টেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করে নোটিশও লাগিয়ে দিয়েছেন বিএমসি কর্মীরা।
বিএমসির অতিরিক্ত কমিশনার সুরেশ কাকানি জানিয়েছেন, করোনা পরীক্ষার জন্য অমিতাভের বাংলোর ১৬ জন কর্মীর নমুনা সংগ্রহ করা হয়েছে। এছাড়াও এখন পর্যন্ত ঝুঁকিতে থাকা ৩০ জন কর্মীর নামের তালিকা করা হয়েছে।