বয়স কিংবা করোনার আতঙ্ক কোনোটাই দমিয়ে রাখতে পারেনি তাঁকে। অভিনেতা হওয়ার সামাজিক দায়িত্ব এবং শৈল্পিক দায়িত্ব পালন করতেই শুটিং সেটে ফিরলেন সৌমিত্র চট্টোপাধ্যায়।
করোনার স্বাস্থ্যবিধি মেনে নিয়েই মঙ্গলবার থেকে নিজের পরিচালনায় সৌমিত্র চট্টোপাধ্যায়ের বায়োপিক ‘অভিযান’-এর শুটিং শুরু করলেন পরমব্রত চট্টোপাধ্যায়।
বয়স ৮৫। তবু করোনাকে বুড়ো আঙুল দেখিয়ে দাপটের সঙ্গে শুটিং ফ্লোরে হাজির এই অভিনেতা। মুখে মাস্ক, সামাজিক দূরত্ব সমস্তটা বজায় রেখেই শুটিংয়ে চলছে একের পর এক শট। তাতে বেশ সাবলীল তিনি।
বেশ অনেকদিন আগেই নিজের স্বপ্নের প্রজেক্টের শুটিং শুরু করেছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়। চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই ছবির শ্যুটিং শুরু হয়ে গিয়েছিল। লকডাউনের আগেই খানিকটা হয়ে গিয়েছিল কাজ। কিন্তু ১৭ মার্চ আচকমাই সব বন্ধ হয়ে গেল। একটানা এতদিন বন্ধ থাকার পর ফের শুরু হল সফর। আপাতত তিন দিন ধরে চলবে কাজ।
অভিযান ছবিটি সৌমিত্র চট্টোপাধ্যায় এর বায়োপিক। এই ছবিতে তার জীবনের নানা গল্প উঠে আসবে। এছাড়াও তৎকালীন বাংলা ইন্ডাস্ট্রির নানান অজানা তথ্যও উঠে আসবে এই ছবিতে। আপস
ছবিতে যুবক সৌমিত্রের ভূমিকায় যিশুকে দেখা যাবে, আর তেমনই প্রৌঢ় বয়সে অভিনেতা সৌমিত্র নিজেই অভিনয় করবেন। ছবিতে উত্তম-সুচিত্রার ভূমিকায় দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও পাওলি দামকে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি