1. junayed@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  2. boe01@bijoy.tv : বিজয় টিভি নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  3. rafi@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  4. rubel@bijoy.tv : support_admin :
কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৮ম মৃত্যুবার্ষিকী আজ
ঢাকা শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ০৪:১৫ অপরাহ্ন

কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৮ম মৃত্যুবার্ষিকী আজ

বিজয় টিভি নিউজ
  • প্রকাশিত: রবিবার, ১৯ জুলাই, ২০২০
  • ৮০ বার পড়া হয়েছে

স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ লেখক, আধুনিক বাংলা বৈজ্ঞানিক কল্পকাহিনীর পথিকৃৎ ও কথাসাহিত্যে সংলাপ প্রধান নতুন শৈলীর জনক হুমায়ূন আহামেদ। নাটক ও চলচ্চিত্র পরিচালক হিসাবেও সমান ভাবে সমাদৃত তিনি। তবে নাটক ও চলচ্চিত্রে পরিচালক হিসাবে আত্মপ্রকাশের পূর্বে টেলিভিশনে নাট্যকার হিসেবে জনপ্রিয়তা লাভ করেন হুমায়ূন আহামেদ।

টেলিভিশন নাট্যকার হিসেবে হুমায়ূন আহমেদের যাত্রা শুরু টেলিভিশন নাট্যনির্মাতা নওয়াজিশ আলি খানের হাত ধরে। তাঁর রচিত নন্দিত নরকে ও শঙ্খনীল কারাগার পড়ার পর নওয়াজিশ আলি খান হুমায়ূন আহমেদকে অনুরোধ জানান টেলিভিশনের জন্য নাটক লিখতে।

টেলিভিশনের জন্য হুমায়ূন আহমেদ রচিত প্রথম নাটক ‘প্রথম প্রহর’। নাটকটি নওয়াজিশ আলি খানের পরিচালনায় ১৯৮৩ সালে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হয়।

হুমায়ূন আহমেদ ১৯৮৫ সালে প্রথম রচনা করেন টেলিভিশন ধারাবাহিক নাটক ‘এইসব দিনরাত্রি’। নাটকটি তৎকালীন সময়ে ব্যাপক জনপ্রিয়তা পায়। নাটকে লিউকোমিয়া আক্রান্ত শিশু চরিত্র ‘টুনি’কে বাঁচিয়ে রাখার জন্য আহমেদের কাছে চিঠি লিখতেন দর্শকরা।

পরবর্তীতে নওয়াজিশ আলি খানের প্রযোজনায় ১৯৮৮-৮৯ সালে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হয় হুমায়ূন আহমেদ রচিত টেলিভিশন ধারাবাহিক বহুব্রীহি। ধারবাহিকটির প্রতিটি পর্ব ছিল বিষয়ভিত্তিক ও স্বয়ংসম্পূর্ণ, যা ছিল বাংলাদেশের টিভি নাটকের অভিনব ব্যাপার। এই ধারাবাহিকের মাধ্যমে কিছু সামাজিক বিষয়, যেমন – মিথ্যা না বলা ও পুষ্টি সংরক্ষণের জন্য সপ্তাহে এক দিন মাছ না খাওয়া, এবং মুক্তিযুদ্ধকে নতুনভাবে জাগিয়ে তোলে।

হুমায়ূন আহমেদ রচিত অন্যতম জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক কোথাও কেউ নেই । ১৯৯০ সালে এই ধারাবাহিকের বাকের ভাই চরিত্রটি তুমুল দর্শকপ্রিয়তা লাভ করে। চরিত্রটিতে অভিনয় করেছিলেন আসাদুজ্জামান নূর। গল্পের বাঁকে ফাঁসির আদেশ হয় বাকের ভাই চরিত্রটির।

বাকের ভাইয়ের ফাঁসি রুখতে দর্শক ‘বাকের ভাইয়ের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে’ স্লোগান দিয়ে মিছিল করে। এমনকি, হুমায়ূন আহমেদের এলিফ্যান্ট রোডের বাড়িতে দর্শকেরা আক্রমণ করে। এই পরিস্থিতি থেকে বাঁচতে তিনি রমনা থানায় জিডিও করেছিলেন।

স্বরচিত নাটকের মহড়া, চিত্রায়ণ ও সম্পাদনার সাথে যুক্ত থাকতে থাকতে পরবর্তী সময়ে নিজেই আনেক এক পর্বের নাটক নির্মাণ করে একজন সফল পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন হুমায়ূন আহমেদ। যার মধ্যে খেলা, অচিন বৃক্ষ, খাদক, একি কান্ড, একদিন হঠাৎ, অন্যভুবন উল্লেখযোগ্য।

কিংবদন্তি এ কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের ৮ম মৃত্যুবার্ষিকী আজ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
১২ কেজি এলপি গ্যাসের দাম কমলো

১২ কেজি এলপি গ্যাসের দাম কমলো

রবিবার, ৩ আগস্ট, ২০২৫
হজ ও ওমরাহ নিয়ে বিশাল সুখবর!

হজ ও ওমরাহ নিয়ে বিশাল সুখবর!

শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫

সাম্প্রতিক পোস্ট

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বসত্ব সংরক্ষিত ২০২৫ বিজয় টিভি || All Rights Reserved.