চিত্রনায়িকা মাহিয়া মাহি। ঢাকাই সিনেমার ‘গ্ল্যামারকুইন’ খ্যাত এই অভিনেত্রীর রেকর্ড সংখ্যক ব্যবসা করে নেয়া সিনেমা ‘পোড়ামন’-এর সিক্যুয়েল দিয়ে ঢালিউড ইন্ডাস্ট্রিতে পা রাখেন তরুণ নির্মাতা রায়হান রাফি। তবে সেই ছবিতে মাহি না থাকলেও সিনেমাটির মাধ্যমে ফিল্ম ইন্ডাস্ট্রিতে আলোচিত হন এই নির্মাতা।
চলতি বছরের শুরুতে শুটিং শুরু হওয়া ‘স্বপ্নবাজি’ সিনেমার মাধ্যমে প্রথমবার মাহিয়া মাহির সঙ্গে কাজ করেন নির্মাতা রায়হান রাফি। ক্যারিয়ারে থমকে যাওয়া চিত্রনায়িকা মাহিয়া মাহির এই ছবিটি ছিল অনেকটাই ‘কাম ব্যাক’র মতো কোন চলচ্চিত্র। কিন্তু করোনাভাইরাসের প্রকোপের কারণে বন্ধ হয়ে যায় ছবিটির শুটিং।
করোনার কারণেই টানা চার মাস স্বেচ্ছায় ঘরবন্দি থাকতে বাধ্য হতে হয় চিত্রনায়িকা মাহিয়া মাহির। তবে সম্প্রতি শুটিংয়ে ফিরেছেন এই নায়িকা। আর চমক হিসেবে গেল ১৯ জুলাই প্রকাশ পেয়েছে তার ‘অক্সিজেন’ শিরোনামের একটি স্বল্পদৈর্ঘ্য ছবির ট্রেলার।
১ মিনিট ৪০ সেকেন্ডের ট্রেলারে যেন গ্ল্যামারবিহীন অন্য এক মাহির দেখা মিলেছে। এই করোনার ভয়াবহতার মধ্যে অসুস্থ বাবার চিকিৎসার জন্য ঢাকা শহরের এক মধ্যবিত্ত পরিবারের মেয়ের লড়াই নিয়ে ‘অক্সিজেন’ এর গল্প।
গল্পের প্রয়োজনেই চোখে মুখে এক অন্যরকম মাহিয়া মাহি হাজির হয়েছেন এই ছবিটিতে। আর এটি নিয়ে ইউটিউবে বেশ প্রশংসাও পাচ্ছেন মাহি। যদিও শুটিং শুরু হবার সময় থেকেই আলোচনায় ছিলো ‘অক্সিজেন’।
পূর্ণদৈর্ঘ্যের ‘স্বপ্নবাজি’ ছবির কাজ শেষ হবার আগে ‘অক্সিজেন’ শিরোনামের এই স্বল্পদৈর্ঘ্যের কাজ শেষ করেছেন নির্মাতা রায়হান রাফি। ছবির গল্পও লিখেছেন তিনি। কিছুদিন আগে রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে হয়েছে ছবিটির শুটিং।
পরিচালক রায়হান রাফি জানান, সমসাময়িক ঘটনা উঠে আসবে এই চলচ্চিত্রে। আসছে কোরবানির ঈদে অনলাইন প্ল্যাটফর্মেই মুক্তি পাবে ‘অক্সিজেন’। এদিকে, এই নির্মাতার ‘স্বপ্নবাজী’ ছবিতেও অভিনয় করছেন মাহি। রাফি জানান, করোনার প্রকোপ শেষ হলেই আবারও শুটিংয়ে গড়াবে কাজ।