1. junayed@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  2. boe01@bijoy.tv : বিজয় টিভি নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  3. rafi@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  4. rubel@bijoy.tv : support_admin :
১৫ আগস্ট নিয়ে চলচ্চিত্রে তৌকীর-নাবিলা-সেলিম
ঢাকা শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ১১:১২ অপরাহ্ন

১৫ আগস্ট নিয়ে চলচ্চিত্রে তৌকীর-নাবিলা-সেলিম

বিজয় টিভি নিউজ
  • প্রকাশিত: বুধবার, ২২ জুলাই, ২০২০
  • ৮৪ বার পড়া হয়েছে

বাঙালির জাতিসত্তায় গভীরভাবে জুড়ে আছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যার হাত ধরে ‘বাংলাদেশ’ নামে একটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়েছিল। বিশ্বসভায় বাঙালি পেয়েছিল আত্মমর্যাদা। কিন্তু ঘাতক বুলেটের ঘায়ে নিহত হন ইতিহাসের এই মহানায়ক।

১৯৭৫ সালের ১৫ আগস্টের অন্ধকারতম সেই ঘটনাটিকে ঘিরে বেশ গোপনে নির্মিত হচ্ছে একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। ছবিটির নাম ‘১৯৭৫-অ্যান আনটোল্ড স্টোরি’। সিনেমাটির পরিচালনা ও প্রযোজনায় আছেন শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠজন ও জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য বেবী মওদুদের চরিত্রে অভিনয় করছেন ‘আয়নাবাজি’-খ্যাত তারকা মাসুমা রহমান নাবিলা। খন্দকার মোশতাক চরিত্রের অভিনয়ে থাকছেন শহীদুজ্জামান সেলিম ও জাতীয় চার নেতার একজন হিসেবে আছেন তৌকীর আহমেদ।

চলচ্চিত্রের গল্প প্রসঙ্গে পরিচালক ও প্রযোজক সেলিম খান জানান, ১৯৭৫ এর ১৫ আগস্টের পরদিন থেকে ছবির গল্প শুরু হবে। তাই এতে বঙ্গবন্ধু বা তার পরিবারের কোনও চরিত্র থাকছে না। এদিকে, ছবিটি ঘিরে গোপনীয়তার কারণ প্রসঙ্গে তিনি জানান, সেন্সর পাওয়ার পর ছবিটি সম্পর্কে সবাইকে জানাতে চেয়েছিলেন তিনি।

নির্মাতা শামীম আহমেদ রনীর সমন্বয়ে ১০ দিন ধরে গোপনেই চলছে এর কাজ। গেল ১০ জুলাই থেকে ছবিটির শুটিং শুরু করা হয়েছে। আরও কয়েকদিন এর কাজ হবে। এরপর সম্পাদনা করে সেন্সরে জমা দেয়া হবে ছবিটি। এখন বিএফডিসিতে চলছে এর কাজ।

সেলিম খান আরও জানান, বেবী মওদুদের চেহারার সঙ্গে ‘আয়নাবাজি’-খ্যাত তারকা নাবিলার বেশ মিল থাকায় তাকে এই চরিত্রের জন্য কাস্ট করা হয়েছে। এদিকে, ছবিটি নিয়ে গেল ২০ জুলাই ইনস্টাগ্রামে একটি পোস্ট দেন নাবিলা। অন্যদিকে, ইমন সাহার সুর-সংগীতে ছবির একটি গানে কণ্ঠও দিয়েছেন বাপ্পা মজুমদার।

নিউজ ডেস্ক/বিজয় টিভি

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
১২ কেজি এলপি গ্যাসের দাম কমলো

১২ কেজি এলপি গ্যাসের দাম কমলো

রবিবার, ৩ আগস্ট, ২০২৫
হজ ও ওমরাহ নিয়ে বিশাল সুখবর!

হজ ও ওমরাহ নিয়ে বিশাল সুখবর!

শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫

সাম্প্রতিক পোস্ট

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বসত্ব সংরক্ষিত ২০২৫ বিজয় টিভি || All Rights Reserved.