কোভিড-১৯ মহামারিকালে সেবা প্রদানকারী করোনাযোদ্ধা বা নিবেদিত সম্মুখসারির কর্মীদের প্রতি শ্রদ্ধা ও ধন্যবাদ জানাতে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএআইডি)’র সহায়তায় ‘জয় হবে’ শিরোনামের একটি গান অন্তর্জালে প্রকাশ করেছে মার্কিন দূতাবাস।
গেল মার্চে দেশে নভেল করোনাভাইরাস সংক্রমণের পর থেকে সম্মুখসারির কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে এই রোগের বিস্তার রোধে বিরামহীন কাজ করে যাচ্ছেন। বাস্তব জীবনের এই যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাতে ইউএসএআইডি’র অর্থায়নে এই উদ্যোগটি বাস্তবায়ন করছে এবিসি রেডিও।
‘জয় হবে’ শিরোনামের গানটি যৌথভাবে লিখেছেন ফুয়াদ আল মুক্তাদির ও শাহান কবন্ধ। এতে কণ্ঠ দিয়েছেন জোহাদ, এলিটা, জেফার, রাফা, তাশফিয়া, পলবাশা, এমিল, ইসা’সহ দেশের জনপ্রিয় সব তরুণ সংগীতশিল্পীরা।
গানটির সুর ও সংগীতায়োজন করেছেন ফুয়াদ আল মুক্তাদির। চলছে করোনাকাল। করোনার বিস্তার রোধে সামাজিক দূরত্ব চর্চার অংশ হিসেবে শিল্পীরা নিজেরাই ঘরে বসে এই গানে কণ্ঠ দেবার পাশাপাশি এর ভিডিও ধারণ করেছেন।
গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন রেহান রহমান। গেল ২০ জুলাই অন্তর্জালে উন্মুক্ত হয়েছে গানচিত্রটি। গানটি ইউএসএআইডি’র সামাজিক যোগাযোগমাধ্যম এবং এবিসি রেডিও ও প্রথম আলোর ফেসবুক পেজ থেকে একযোগে প্রকাশ পেয়েছে।
মার্কিন রাষ্ট্রদূত মিলার ও ইউএসএআইডি মিশনের পরিচালক ডেরিক এস ব্রাউন মনে করেন এই দুঃসময়ে সেবাদানকারী নিবেদিত সম্মুখসারির কর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এসব কর্মীদের কঠিন শ্রম ও ত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানাতেই এই প্রয়াশ।
নিউজ ডেস্ক/বিজয় টিভি