করোনাভাইরাসের কারণে আটকে গেছে অপারেশন সুন্দরবন, শান, মিশন এক্সট্রিম, ঢাকা ২০৪০, গিরগিটি, ওস্তাদ, সিক্রেট এজেন্টসহ বেশ কিছু সিনেমার শুটিং। ছবিগুলোতে কাজ করছিলেন ঢাকা অ্যাটাক ছবির খলনায়ক তাসকিন রহমান।
বড় পর্দার শুটিং আটকে গেলেও তাসকিন কিন্তু বসে নেই। অভিনয় করতে যাচ্ছেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে। নির্মাতা আর কেউ নন। তারই আপন ভাই তানিম রহমান অংশু। স্বল্পদৈর্ঘ্য ছবিটির নাম এন্ড্রু।
ছবির গল্প ও এই মহামারি সময়কে কেন্দ্র করেই। করোনার এই সময়কালে চাকরি হারিয়েছেন হাজার মানুষ। এমনই এক চাকরি হারা যুবকের গল্প এন্ড্রু। ছবির নাম রাখা হয়েছে গল্পের প্রধান চরিত্রের নামে। এই এন্ড্রু চরিত্রেই অভিনয় করবেন তাসকিন।
চলতি মাসের শেষের দিকে ঢাকায় স্বল্পদৈর্ঘ্যটির শুটিং হবে। ঈদে দীপ্ত টিভির ঘরবন্দী সময়ের গল্প সিজন টু-এর একটি পর্ব হিসেবে দেখা যাবে ছবিটি। তাসকিন ছাড়া এতে অভিনয় করবেন নবাগতা সায়মা স্মৃতি।
নিউজ ডেস্ক/বিজয় টিভি