রাজধানীর অন্যতম জনপ্রিয় প্রেক্ষাগৃহ স্টার সিনেপ্লেক্স। করোনা মহামারির কারণে প্রায় পাঁচ মাস ধরে বন্ধ আছে সিনেমা হলটি।
হল বন্ধ থাকলেও কর্মচারিদের বেতন ও অন্যান্য খরচ জোগাতে হিমশিম খাচ্ছে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। শিগগিরই হলটি না চালু করতে পারলে বন্ধ করে দিতে হবে জনপ্রিয় এই প্রেক্ষাগৃহ।
বিষয়গুলো জানাতে ১২ আগস্ট বুধবার সন্ধ্যায় মহাখালীর স্টার সিনেপ্লেক্সে আয়োজন করা হয় সংবাদ সম্মেলনে। সেখানে স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান প্রধানমন্ত্রী বরাবর জানালেন ৭ দফা দাবি।
এরমধ্যে রয়েছে-
১. নগরবাসীর বিনোদনের জন্য স্বাস্থ্যবিধি মেনে অনতিবিলম্বে সিনেমা হলসমূহ খুলে দেয়া হোক।
২. জরুরি আর্থিক সহায়তা কিংবা প্রণোদনা তহবিল ঘোষণা।
৩. সিনেমা হলের টিকেটের ওপর সকল প্রকার মুসক ও কর মওকুফের সুযোগ প্রদান।
৪. সুদবিহীন ঋণ প্রদানের অনুমোদন।
৫. উপমহাদেশীয় ভাষার চলচ্চিত্র সমূহ শর্তহীন ভাবে আমদানির অনুমতি প্রদান।
৬. শপিং মল কর্তৃপক্ষের কাছে বিশেষ অনুরোধ, করোনাকালীন পরিস্থিতিতে স্টার সিনেপ্লেক্সের প্রতিটি শাখা বিভিন্ন শপিং মলে ভাড়ায় পরিচালিত হয়। এই করোনাকালীন সময়ে শপিং মল কর্তৃপক্ষের কাছে ভাড়া মওকুফ করা ও অবস্থা স্বাভাবিক না হওয়া পর্যন্ত অর্ধেক ভাড়া নেয়ার অনুরোধ করছি।
৭. প্রযোজক সমিতির কাছে অনুরোধ, সেন্সর পাওয়া সিনেমাগুলো মুক্তি দেয়ার ব্যবস্থা করে দিতে হবে। শুধুমাত্র সিনেমা হল খুললেই হবে না নতুন ছবি মুক্তি না পেলে দর্শক হলে আসবে না।
বিশ্বের আরও অনেক দেশের মতো টিকিটের দাম ঠিক রেখে সিমিত আসন সংখ্যায় সিনেমা দেখানোর জন্য প্রস্তুত রয়েছে স্টার সিনেপ্লেক্স। এখন শুধু অনুমতির অপেক্ষা।
নিউজ ডেস্ক/বিজয় টিভি