ক্রিস্টোফার নোলান পরিচালিত বহুল প্রতীক্ষিত ‘টেনেট’ অবশেষে বড় পর্দায় মুক্তি পেতে যাচ্ছে। করোনার কারণে ছবিটি অনলাইনে মুক্তি পাওয়ার কথা থাকলেও সেটি আর হচ্ছেনা।
টেনেট এর নতুন একটি ট্রেলারে দেখা যায়, তৃতীয় বিশ্বযুদ্ধ ঠেকানোর কথা বলছে চরিত্ররা। তা কি শুধু নিউক্লিয়ার শক্তিধর দেশগুলির হাত থেকে? তা বুঝতে বুঝতেই শুরু হয়ে যাচ্ছে নোলানের সিগনেচার টাইম-ট্রাভেলের খেলা। পাশাপাশি চলছে আকাশে ও স্থলপথে অ্যাকশন দৃশ্য। ছবির দ্বিতীয় ট্রেলার দেখে অনেকে মনে করছেন এটা ইনসেপশনর সিকুয়েল।
১৭ জুলাই মুক্তি পাওয়ার কথা ছিল ছবিটির। তবে করোনা ভাইরাসের কারণে সিনেমাটি ঠিক সময়ে মুক্তি না পেলেও এবার জানা গেলো মুক্তির নতুন তারিখ। ২৬ আগস্ট যুক্তরাজ্যে এবং ৩ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহগুলোতে টেনেট উপভোগ করবেন দর্শকরা। এরইমধ্যেই যার ৬০ শতাংশ টিকিটও বিক্র হয়ে গেছে ছবিটির।
টেনেট ছবিটিতে অভিনয় করেছেন রবার্ট প্যাটিনসন, জন ডেভিড ওয়াশিংটন, এলিজাবেথ ডেবিকি, ভারতের ডিম্পল কাপাডিয়াসহ আরো অনেকে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি