ইয়ামিন হক ববি। একাধিক ব্যবসা সফল সিনেমার নায়িকা। শুধু যে অভিনয় করেছেন তা নয়। নাম লিখিয়েছেন সিনেমার প্রযোজনাতেও। পেশাদারি কাজের বাইরেও নানা মানবিক ও সামাজিক কাজে সম্পৃক্ত এই নায়িকা।
গ্ল্যামারাস চরিত্রে তার আবেদন কম নয়। গেল ১৮ আগস্ট ছিল নায়িকা ববির জন্মদিন। আর সেখানেই অপেক্ষা করছিল চমক।
ববির জন্মদিনে পাওয়া উপহারের মধ্যে ছিল নতুন একটি সিনেমা। আর এমন চমক দিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া পরিচালক সৈকত নাসির ও প্রযোজক ইকবাল। এর আগে ছবির প্রযোজক জানিয়েছিলেন, জয়া আহসানকে নিয়ে ছবি নির্মাণের কথা ভাবা হচ্ছে। তারপর নির্মাতা জানিয়েছিলেন, নতুন ছবিতে নায়িকা হিসেবে নেবেন কলকাতার স্বস্তিকা মুখার্জিকে।
অবশেষে সৈকত নাসির ও ইকবাল তাদের নতুন ছবির নায়িকা নির্বাচন করেছেন ইয়ামিন হক ববিকে। ‘গুলশানের চামেলী’ নামে নতুন ছবিটি নির্মাণ করবেন নির্মাতা সৈকত নাসির। গেল ১৮ আগস্ট ববির জন্মদিনে ছবিটির নায়িকা হিসেবে তার নাম ঘোষণা করেন প্রযোজক ইকবাল।
চলমান করোনা সময়ে নায়িকা ববি আক্রান্ত হয়েছিলেন করোনায়। করোনামুক্ত হলেও শরীর এখনো তার বেশ দুর্বল। তাই কাজে ফিরতে একটু দেরি হচ্ছে। পরিচালক সৈকত নাসিরের ‘আকবর’ সিনেমাটি দিয়ে শুটিংয়ে ফিরতে পারেন ববি। আবার নতুন ছবি দিয়েও দাঁড়াতে পারেন ক্যামেরার সামনে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি