শুরুর সময় থেকে আজ অব্দি কমিকস বই কিংবা সেলুলয়েডের জগতে বিচরণ করা সবচেয়ে জনপ্রিয় কমিকস চরিত্রটির নাম ‘ব্যাটম্যান’। কাল্পনিক চরিত্র হওয়ার পরেও ব্যাটম্যান এখন এমন এক পর্যায়ে চলে গেছে যে, সে প্রভাবিত করতে পারে সমাজের সর্বক্ষেত্রের মানুষদের।
এখন পর্যন্ত ব্যাটম্যান নিয়ে বেশ কিছু সিনেমাও নির্মিত হয়েছে। তবে সবচেয়ে জনপ্রিয় ক্রিস্টোফার নোলান পরিচালিত দ্য ডার্ক নাইট ট্রিলজি। ব্যাটম্যান চরিত্রে এখন পর্যন্ত অভিনয় করেছেন ছয়জন অভিনেতা। তাদের মধ্যে বেন আফ্লেক সবচেয়ে জনপ্রিয়।
তবে ব্যাটম্যান এর নতুন ছবি ক্রেপড ক্রুসেডে যে বেন আফ্লেক অভিনয় করবেন না সেই খবর আগেই শোনা গিয়েছিল। এবার ব্যাটম্যানের ভুমিকায় দেখা যাবে টোয়ালাইট খ্যাত অভিনেতা রবার্ট প্যাটিন্সন কে। সম্প্রতি প্রকাশ পেল এই ছবির ট্রেইলার।
করোনা মহামারিতে মাঝপথে আটকে গিয়েছিলো ছবিটির শুটিং। এই ছবির মাত্র ত্রিশ শতাংশ শুটিং সম্পন্ন হওয়া সত্ত্বেও পরিচালক ম্যাট রিভস এই ছবির ট্রেলার প্রকাশ করেছেন। ট্রেলার প্রকাশের সাথে সাথেই এটি দর্শকদের মাঝে আলোড়ন ফেলে দিয়েছে।
এই ছবিটিতে প্রথমবারের মতো গোথাম শহরকে রক্ষার জন্য অবতার রুপে হাজির হবেন রবার্ট প্যাটিনসন বা ব্যাটম্যান। ভক্তদের পছন্দের ব্যটম্যান চরিত্রে প্যাটিনসনকে নাকি ভালোই মানিয়েছে বলে জানিয়েছেন ডিসি কমিক্সের ভক্তরা।
ট্রেলারটি শুরু হয় নির্ভানা ব্যান্ডের সামথিং ইন দ্য ওয়ে গানটি দিয়ে। ব্যাটম্যানের চিরপরিচিত গোথাম শহরকেও দেখা যায়। তবে এবার একটু ভিন্ন রুপে। ট্রেলার দেখে ধারণা করা যায় এই ছবিতে ব্যাটম্যান সিরিজের পরিচিত চরিত্র টম রিডল ব্যাটম্যান এবং কমিশনার গর্ডনের জন্য বেশ কয়েকটি ধাঁধা রেখে যায়। যেটির ভিত্তিতে গড়ে উঠবে ছবির মূল গল্প।
এই ছবিতে ব্যাটম্যান এর স্যুট এও দেখা যাবে পরিবর্তন। পরিবর্তন দেখা যাবে ব্যাটম্যানের পন্থাতেও। ট্রেইলার এর মাঝে আই এম ভেঞ্জেন্স এই সংলাপের মাধ্যমেই এই বিষয়টি আরো ভাল ভাবে ফুটে উঠে।
দ্য ব্যাটম্যান ছবিতে টম রিডলের চরিত্রে অভিনয় করবেন পল ডানো। ক্যাটওম্যানের চরিত্রে রয়েছেন জো ক্রাভিটজ। গর্ডনের চরিত্রে থাকবেন জেফ্রি রাইট। ছবিটি ২০২১ সালের ১ অক্টোবার মুক্তি পেতে পারে বলে জানা গেছে।