বলিউডের পরিবার পরম্পরায় সবচেয়ে বড় ও পরিচিত নাম কাপুর পরিবার। কারিশমা-কারিনাদের পরিবার ছাড়াও প্রযোজক বনি কাপুরের পরিবার প্রভাব বিস্তার করে রেখেছে বলিউডে।
বনি, অনিল ও সঞ্জয় কাপুর তিন ভাই। সবার ছোট সঞ্জয়ও অভিনয় করেছেন বেশ কিছু ব্যবসা সফল সিনেমায়। বাবার পথ ধরে এবার বলিউডে নাম রেখাতে যাচ্ছেন তার কন্যা শানায়া কাপুর।
অনেকদিন ধরেই বলিউডে শানায়া কাপুরের অভিষেক নিয়ে জল্পনা কল্পনা চলছিল। তবে এবার মেয়ের বলিউডে অভিষেক হওয়ার বিষয়টি নিজেই জানিয়েছেন বাবা সঞ্জয় কাপুর।
বেলি ড্যান্স করে ভক্তদের মনে জায়গা করে নিয়েছিলেন শানায়া। আর এবার ধারণা করা যাচ্ছে অভিনয়েও বাজিমাত করবেন এই স্টারকিড। তবে দর্শকরা তাকে কতটা গ্রহণ করবেন তা সময় বলে দেবে।