বাবার কাছে ময়না পাখির গল্প বলা আর মায়ের নামে অভিযোগ দেয়া ছোট্ট মেয়েটি আর ছোট্ট নেই। সময়ের সঙ্গে বড় হয়েছে সে।
তবে দেশের মানুষ তাকে এখনো যেন শিশুশিল্পী দীঘি হিসেবেই স্মরণে রেখেছেন। তবে সেই স্মৃতি ভুলে যেতে হবে। কারণ এবার তিনি অভিনয় করতে যাচ্ছেন কেন্দ্রীয় চরিত্রে।
সিনেমা তার কাছে নতুন কিছু না। ছোট থেকেই অভিনয় করছেন। ‘চাচ্চু’, ‘দাদী মা’, ‘পাঁচ টাকার প্রেম’সহ বেশক’টি ব্যবসা সফল চলচ্চিত্র রয়েছে তার ঝুলিতে। তবে এগুলো ছবিতে দীঘি অভিনয় করেছেন শিশুশিল্পী হিসেবে।
এবার একটি নয় পাঁচটি সিনেমায় নায়িকা হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। সব কটিতেই তার বিপরীতে অভিনয় করবেন শান্ত খান। ছবিগুলো প্রযোজনা করছে শাপলা মিডিয়া।
পর্যায়ক্রমে নির্মিত হবে পাচটি সিনেমা। দেশের নামকরা পরিচালকরা অভিনয় করবেন সেসব সিনেমা।