নির্মাতা সৈকত নাসিরের ‘দেশা দ্য লিডার’ এর মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় চিত্রনায়ক শিপনের। ২০১৪ সালের ডিসেম্বরে মুক্তি পায় এই ছবিটি। প্রথম ছবির পর ততটা চমক দিতে পারেননি এ নায়ক।
এদিকে, মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘স্বপ্নে দেখা রাজকন্যা’র শুটিং শেষ করেছেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশের সেরা তিন প্রতিযোগীর একজন সালওয়া। তার হাতে আছে সরকারি অনুদানে নির্মিত অভিনেত্রী ও নির্মাতা সারাহ বেগম কবরী’র ‘এই তুমি সেই তুমি’ সিনেমার কাজ।
এবার নায়ক শিপন মিত্র ও নিশাত নাওয়ার সালওয়া চুক্তিবদ্ধ হয়েছেন নতুন ছবিতে। তাদের নতুন সিনেমা ‘বীরত্ব’। সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন তারা। চিত্রনাট্য ও সংলাপ রচনার পাশাপাশি ‘বীরত্ব’ পরিচালনা করছেন সাইদুল ইসলাম রানা।
চিত্রনায়ক শিপনের ভাষ্য, এ সিনেমার গল্প আগেই নির্মাতার কাছে শুনেছিলেন তিনি। ছবির গল্প তার ভালো লেগেছে। নতুন এই ছবিতে একদম নতুন লুকে দেখা যাবে তাকে। নতুন এই ছবিতে প্রথমবারের মতো জুটিবদ্ধ হয়েছেন শিপন-সালওয়া।
‘দেশা দ্য লিডার’ খ্যাত নায়ক শিপন আরও জানান, আগামী মাসেই তার নতুন ছবিতির শুটিং হতো কিন্তু তার ফিটনেসের কারণে অক্টোবর মাস পর্যন্ত পিছিয়ে নেয়া হয়েছে ‘বীরত্ব’ ছবির কাজ।
‘বীরত্ব’ ছবিটি প্রযোজনা করছেন শুক্লা বণিক এবং নির্বাহী প্রযোজক হিসেবে আছেন রঞ্জন দত্ত ও তুষার এইচ তুর্য। নতুন ছবির মধ্য দিয়েই নতুন চমক দেখাতে চান চিত্রনায়ক শিপন।