অ্যাভেঞ্জার্স: এন্ড গেম ছবির আগ পর্যন্ত ‘অ্যাভাটার’ প্রায় ১০ বছর ধরে সবচেয়ে ব্যবসা সফল ছবির মুকুট ধরে রেখেছিল। এটি এখন বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ অর্থ উপার্জনকারী ছবি। এবার আসছে ছবিটির সিকুয়েল।
জেমস ক্যামেরন ২০০৯ সালের শুরু দিক থেকে একই সঙ্গে অ্যাভাটারের চারটি সিকুয়েল নিয়ে কাজ শুরু করেন। তিনি এখন অ্যাভাটার ২ এবং ৩ এর শুটিং একসাথে করছেন।
তবে আনন্দের খবর হচ্ছে আবারো রোজ-এর সঙ্গে এক হচ্ছেন টাইটানিকের পরিচালক জেমস ক্যামেরন। অস্কার বিজয়ী এই পরিচালক “অ্যাভাটার টু”-তে কাস্ট করেছেন অস্কার বিজয়ী অভিনেত্রী কেট উইন্সলেটকে।
কয়েক মাস আগে এই ছবির বেশ কয়েকটি শুটিংয়ের ছবি ভেসে বেড়িয়েছিল টুইটারে। তাতে দেখা যায় পানিভর্তি এক বিশাল ট্যাংকের ভেতরে অন্য অভিনয়শিল্পীদের সঙ্গে খোশমেজাজে আছেন কেট উইন্সলেট।
ছবিতে কেট উইন্সলেটকে দেখা যাবে জলমানবী হিসেবে। পশ্চিমা সংবাদমাধ্যম হলিউড রিপোর্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে কেট বলেন, ‘অ্যাভাটার ছবিতে অভিনয়ের জন্য ডুব দেওয়া শিখেছি। এটা ছিল অসাধারণ। আমি পানির নিচে ৭ মিনিট ১৪ সেকেন্ড পর্যন্ত ডুব দিয়ে থাকতে পারি।’
দুই দশকেরও বেশি সময় পর জেমস ক্যামেরনের সঙ্গে আবার কাজ করছেন অস্কারজয়ী এই অভিনেত্রী। ২০২১ সালের ডিসেম্বর মাসে বিশ্বব্যাপী মুক্তি পাবে ‘অ্যাভাটার টু’।
নিউজ ডেস্ক/বিজয় টিভি