বাংলাদেশের কোনো নির্মিাতার সিনেমায় অস্কার জয়ী সঙ্গীতঙ্গ এ আর রহমানের যুক্ত হওয়ার আনন্দের রেশ থাকতে না থাকতেই এলো নতুন খবর। মোস্তফা সরয়ার ফারুকী নির্মাণ করতে যাচ্ছেন আন্তর্জাতিক ভাষায় তার দ্বিতীয় চলচ্চিত্র।
ছবির নাম ‘এ বার্নিং কোয়েশ্চেন’। ‘এশিয়ান প্রজেক্ট মার্কেট’ থেকে ৩১ আগস্ট ২২টি ছবির নাম ঘোষণা করা হয়েছে। এই ছবিগুলোর মধ্যেই জায়গা করে নিয়েছে ফারুকী পরিচালিত ‘এ বার্নিং কোয়েশ্চেন’। ছবিটি মূলত বাংলাদেশ ও আমেরিকার প্রজেক্ট।
বিজয় টিভির সঙ্গে আলাপে পরিচালক জানান, নো ল্যান্ডস ম্যান ছবির কাজ শেষ হলেই শুরু হবে নতুন ছবির শুটিং। তাছাড়া এ সময়ের মধ্যেই চলছে বাকি কাজ।
ছবিতে প্রযোজক হিসেবে আছেন মোস্তফা সরয়ার ফারুকী, নুসরাত ইমরোজ তিশা ও শ্রীহরি ।