২০০৪ সাল থেকে বসুন্ধরা সিটি থেকে শুরু হয় স্টার সিনেপ্লেক্সের কার্যক্রম। পরবর্তী সময়ে ঢাকার বিভিন্ন স্থানে নির্মিত হয়েছে প্রতিষ্ঠানটির আরও ৯টি হল। তারপরও সিনেমাপ্রেমীদের কাছে বসুন্ধরা সিটির মাল্টিপ্লেক্সটি যেন বেশি পছন্দের।
১ সেপ্টেম্বার ঘোষণা করা হয়েছে দেশের সবচেয়ে জনপ্রিয় চেইন মাল্টিপ্লেক্স স্টার সিনেপ্লেক্সের ছয়টি হল একেবারেই বন্ধ হয়ে যাচ্ছে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির মিডিয়া-বিপণন বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মেসবাহ উদ্দিন আহমেদ।
তবে বসুন্ধরা সিটি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার সুযোগ আছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা। স্টার সিনপ্লেক্স কর্তৃপক্ষ সেই কাজটি করার চেষ্টা করছেন।
কিছুদিন আগে স্টার সিনপ্লেক্স কর্তৃপক্ষ সংবাদ সম্মেলন করে জানিয়েছিলেন, সরকার হল খোলার অনুমনি না দিলে স্থায়ীভাবে বন্ধ করে দিতে হবে মাল্টিপ্লেক্সগুলো।
নিউজ ডেস্ক/বিজয় টিভি