২০১৭ সালে সারোগেসির মাধ্যমে বাবা হয়েছেন করন জোহর। সেই থেকেই দুই যশ আর রুহি কে দেখাশোনা আর লালন পালন করা। এসব নিয়ে সুখের সংসার করণের। আর সেই অভিজ্ঞতা নিয়েই এবার একটি বই লিখতে চলেছেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় দেয়া এক পোস্টে দ্বিতীয় বই লেখার খবরটি জানিয়েছেন করণ জোহর নিজেই। বাবা হওয়ার অভিজ্ঞতা নিয়ে লেখা তার এই নতুন বইয়ের নাম রেখেছেন, ‘দ্য বিগ থটস অফ লিটল লাভ’।
এই বইটির জন্য করণ বিশেষভাবে কৃতজ্ঞতা জানিয়েছেন অক্ষয়পত্নী অভিনেত্রী টুইংকল খান্নার প্রতি। যিনি কিনা অভিনেত্রী হওয়ার পাশাপাশি লেখিকা হিসেবেও সমান খ্যাতিলাভ করেছেন।
সোশ্যাল মিডিয়ায় দেয়া পোস্টটিতে যশ আর রুহিকে নিয়ে একটি ভিডিও দিয়েছেন করণ। বছর তিনেক আগে প্রথম বই লিখেছিলেন তিনি। ‘আ সুইটেবল বয়’ নামে বইটির মাধ্যমেই লেখক হিসেবে আত্মপ্রকাশ ঘটেছিল করণের।
নিউজ ডেস্ক/বিজয় টিভি