আবুল হায়াতের জন্ম ১৯৪৪ সালের ৭ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে। আবুল হায়াতের স্কুল জীবন কাটে চট্টগ্রাম কলেজিয়েট ও রেলওয়ে উচ্চ বিদ্যালয়ে। সেখান থেকে মেটৃকুলেশ পাস করে চট্টগ্রাম কলেজে ভর্তি হন তিনি।
চট্টগ্রাম কলেজ থেকে আইএসসি পাস করে ১৯৬২ সালে বুয়েটে ভর্তি হন আবুল হায়াত। এরপর বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে ১৯৬৭ সালে পাস করে ১৯৬৮ সালেই ঢাকা ওয়াসার প্রকৌশলী পদে যোগ দেন তিনি।
টিভি পর্দায় তার অভিনয়ের অভিষেক ঘটে ১৯৬৯ সালে, ইডিপাস নাটকে অভিনয়ের মধ্যদিয়ে। তারপর থেকে শুধুই এগিয়ে যাওয়া। ৬১ বছরের ক্যারিয়ারে অভিনয় করেছেন পাঁচ শতাধিক নাটকে। হুমায়ূন আহমেদের জনপ্রিয় চরিত্র মসির আলী হিসেবে প্রথমবারের মতো পর্দায় দেখা যায় তাঁকে।
টেলিভিশন নাটক ছাড়াও অভিনয় করেছেন বিজ্ঞাপন চিত্র ও চলচ্চিত্রে। জিতেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ অসংখ্য পুরস্কার ও সন্মাননা। আজ ৭ সেপ্টেম্বার গুণী এই অভিনেতার ৭৫ তম জন্মদিন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি