ঢালিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে চিত্রনায়ক নিরব তার চিরচেনা অভিনয়ের আগল ভেঙ্গে নিজেকে যুক্ত করেছেন তার ক্যারিয়ারের বেশ কিছু আলোচিত সিনেমায়। সেসব ছবিতে নিজেকে তিনি মেলে ধরতে পেরেছেন অনেকটা সফলভাবেই।
করোনা সময়ের আগ দিয়ে চিত্রনায়ক নিরব শুটিং শেষ করেছেন নির্মাতা সৈকত নাসিরের ক্যাসিনো সিনেমায়। করোনার ধাক্কায় থমকে যায় ছবিটির মুক্তি। এবার চলমান করোনা পরিস্থিতিতেই তিনি যুক্ত হলেন নতুন ছবিতে।
করোনার কারণে চিত্রনায়িকা অপু বিশ্বাসেরও মুক্তির জন্য অপেক্ষায় থাকা সিনেমা ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ প্রেক্ষাগৃহে আর আসেনি। সরকারি অনুদান পাওয়া নতুন এক ছবিতে কাজ করতে যাচ্ছেন তিনি। ‘ছায়াবৃক্ষ’ নামে নির্মাতা বন্ধন বিশ্বাসের ছবিতে নিরবের নায়িকা হচ্ছেন অপু বিশ্বাস।
প্রায় একযুগ আগে দ্বৈত পরিচালক শাহীন সুমনের ‘মন যেখানে হৃদয় সেখানে’, ‘মনে বড় কষ্ট’ দুটো ছবিতেই অপু বিশ্বাসের নায়ক না হলেও সহশিল্পী ছিলেন নিরব৷ এবার অপু বিশ্বাসকে নায়িকা হিসেবে পাচ্ছেন এই চিত্রনায়ক। অনুদানের সিনেমা ‘ছায়াবৃক্ষ’র গল্প ও ক্যামেরা ওপেনিং নিয়ে বিজয় টিভির মুখোমুখি হয়েছেন নির্মাতা।
পরিচালক বন্ধন বিশ্বাস তার ৫০ লাখ টাকা সরকারি অনুদান পাওয়া ‘ছায়াবৃক্ষ’ ছবির জন্য অপু বিশ্বাসকে কমপক্ষে ১৫ কেজি ওজন কমানোর কথা বলেছেন। এদিকে, চিত্রনায়িকা অপু বিশ্বাসও তাই করবেন বলে আশ্বাস দিয়েছেন নির্মাতাকে।