মনের আড়ালে কে আর থাকে? প্রিয়জন। মনের গহীনে ঝাঁপ দিয়ে প্রিয়জনকে খুঁজে নিতে কার না ভালো লাগে। আর সেখানে তাকে খুঁজে পেলে যে ভালো লাগা কাজ করে সেইসব অনুভূতি কথা ও সুরে উঠে এসেছে সংগীতশিল্পী হৃদয় খানের নতুন এই গানে।
করোনা সময়ে ভক্ত শ্রোতাদের কথা ভেবে হৃদয় খান প্রকাশ করেছেন নতুন মেলোডি ‘আমি জানি’। এ গানটি লিখেছেন আরিফ মোতাহার। কণ্ঠ দেয়ার পাশাপাশি গানটির সুর ও সঙ্গীত পরিচালনাও করেছেন হৃদয় খান। অন্তর্জালে প্রকাশ পেয়েছে গানটি।
নিউজ ডেস্ক/বিজয় টিভি