কারিনা কাপুরের জন্ম ১৯৮০ সালে মুম্বায়ের বিখ্যাত কাপুর পরিবারে। বাবা বলিউড অভিনেতা ও নির্মাতা রণধীর কাপুর মা অভিনেত্রী ববিতা কাপুর আর বড় বোন কারিশমা কাপুর। কারিনা বেড়ে উঠেছেন ফিল্মি পরিবারেই।
২০০০ সালে রিফিউজি চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় কারিনার। প্রথম ছবিই সুপার হিট। এরপর শুধুই এগিয়ে যাওয়া। অভিনয় করেছেন ‘চামেলি’ জাব উই ম্যাট এর মতো ব্লক-বাস্টার সিনেমায়।
কুঁড়ি বছরের ক্যারিয়ারে অভিনয় করেছেন শতাধিক সিনেমায়। অর্জন করেছেন সমালোচকদের প্রশংসা জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড।
ব্যক্তিগত জীবনে বলিউড বেবো ২০১২ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন বলিউডের নবাব সাইফ আলী খানের সঙ্গে।
বলিউড বেগম কারিনা কাপুরের জন্মদিন আজ।