করোনা বিশ্বের বিনোদনের মাধ্যম বদলে দিয়েছে। সিনেমা হলের পরিবর্তে মানুষ ঝুঁকছে ওটিটি প্ল্যাটফর্মের দিকে। সিনেমা-নাটকের পাশাপাশি বিশ্বব্যাপী বর্তমান সময়ে জনপ্রিয় হয়ে উঠেছে ওয়েব সিরিজ।
এবার সেই ধারাবাহিকতায় বলিউড সুপারস্টার হৃতিক রোশনকে টম হিডলস্টনের ‘দ্য নাইট ম্যানেজার’-এর হিন্দি সংস্করণে অভিনয়ের জন্য প্রস্তাব দিয়েছে ভারতের শীর্ষ ওটিটি প্ল্যাটফর্ম হটস্টার। সেই জন্য তারা প্রস্তাব দিয়েছেন বিশাল অংকের সম্মানীর।
একাধিক ওয়েব সিরিজ পরিচালনা করা নির্মাতা কেন ঘোষ জানিয়েছেন, হৃতিকের মতো বড় তারকারা ওটিটি প্ল্যাটফর্মে যুক্ত হলে বাজেট বড় হবে এবং সেই বাজেট তুলে লাভবান হতে পারবে। তবে এখনও হৃতিকের ৭৫ থেকে ৮০ কোটি রুপির প্রস্তাব সম্পর্কে বিস্তারিত জানায়নি হিন্দুস্তান টাইমস।
নিউজ ডেস্ক/বিজয় টিভি