২০১৯-২০ অর্থবছরের জন্য সরকারি অনুদান পেয়েছিল নির্মাতা প্রদীপ ঘোষের সিনেমা ‘ভালোবাসা প্রীতিলতা’। ভারতবর্ষের মুক্তিসংগ্রামে প্রীতিলতা অগ্নিযুগের প্রথম নারী শহীদ। বিপ্লবী এই নারীর আত্মহুতির দিনেই তার উপর নির্মাণ করতে যাওয়া সিনেমার মহরত অনুষ্ঠিত হয়ে গেল রাজধানীর চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর মিলনায়তনে।
‘ভালোবাসা প্রীতিলতা’ ছবিটি সরকারি অনুদান পাওয়ার পর পরই কথা উঠেছিল দুঃসাহসিক এই চরিত্রটিতে কে অভিনয় করতে যাচ্ছেন? অবশেষে ছবিটির মহরত অনুষ্ঠানেই ধরা দিলেন এই অভিনেত্রী। ছবিটির প্রীতিলতা চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় ও গুণী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।
ছবির নানা গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন সংকর শাওজাল, মান্নান হীরা, মনোজ প্রামাণিক সহ আরও অনেকে। প্রীতিলতার আত্মাহুতির বীরচিত ঐতিহাসিক ঘটনার বিশদ বিবরণ নিয়ে নির্মিত হতে যাচ্ছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রটি। ছবিতে মনোজ প্রামাণিক অভিনয় করবেন রামকৃষ্ণ চরিত্রে।
‘ভালোবাসা প্রীতিলতা’ প্রযোজনা ও পরিচালনা করছেন প্রদীপ ঘোষ। তিনি জানিয়েছেন কবে থেকে শুরু করতে যাচ্ছেন ছবিটির কাজ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এম.পি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। আয়োজনে সভাপতিত্ব করেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি