দীপিকাকে প্রথমে শুক্রবার ডেকেছিল সিবিআই। দীপিকা এক দিন সময় চেয়ে নেন। স্বামী রণবীর সিংহ কাল বলেছিলেন, অনুমতি পেলে তিনি স্ত্রীর সঙ্গে থাকতে চান। শুক্রবার সকাল দশটায় গাঢ় ছাইরঙা হুন্ডাইয়ে চড়ে দীপিকা অবশ্য একাই এলেন কোলাবার ইভলিন গেস্ট হাউসে। সেখানেই এখন ঘাঁটি গেড়েছেন এনসিবি কর্তারা।
এবং সেই যে দীপিকা এলেন, বিকেল চারটের আগে ছাড়া পাননি। সূত্রের খবর, দু’দফায় তাঁর সঙ্গে কথা বলেছে এনসিবি। দীপিকার প্রাক্তন ম্যানেজার করিশ্মা প্রকাশকে গত কাল সাত ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এ দিনও তাঁকে ফের ডেকে পাঠানো হয়। দীপিকা এবং করিশ্মাকে কিছু সময় মুখোমুখিও বসানো হয়।
দীপিকা কী বলেছেন, এনসিবি আনুষ্ঠানিক ভাবে তা না জানালেও সূত্রের দাবি, দীপিকা বিতর্কিত হোয়াটসঅ্যাপ চ্যাটের কথা স্বীকার করেছেন। কিন্তু এ-ও দাবি করেছেন, তিনি নিজে মাদক নেননি এবং হোয়াটসঅ্যাপে ‘মাল হ্যায় ক্যা’ বলে তিনি যে বার্তা পাঠিয়েছিলেন, সেটা মাদক নিয়ে নয়। করিশ্মাও কাল বলেছিলেন, দীপিকা স্বাস্থ্যসচেতন। তিনি মাদক সেবন করেন না।(সুত্র:আনন্দবাজার)
নিউজ ডেস্ক/বিজয় টিভি